December 5, 2024, 11:07 am
শিরোনামঃ
ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে মোহাম্মদপুরে বিক্ষোভ সবার জন্য উন্মুক্ত হলো ক্যাশ সার্ভার! বাংলাদেশে শান্তিরক্ষী পাঠাতে ভারতের লোকসভায় প্রস্তাব ভারতকে একচুলও ছাড় নয়, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে হাসনাত আব্দুল্লাহ দেশের চলমান নানা ইস্যুতে জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অটোরিকশা ব্যবহার না করে হাঁটার পরামর্শ ডিএমপি কমিশনারঃ শেখ মো. সাজ্জাত আলী বাংলাদেশে চিরতরে আলু-পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে বক্তব্য প্রত্যাহারের আহ্বান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর, ভারতের দুঃখ প্রকাশ বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ নির্ভর করছে নেতাকর্মীদের ওপরঃ তারেক রহমান 

গাইবান্ধায় মসজিদ কমিটি নিয়ে মুসল্লিদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, নিহত-১

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Friday, November 29, 2024
  • 36 Time View

নিজস্ব প্রতিনিধিঃ গাইবান্ধায় একটি জামে মসজিদের কমিটি গঠন নিয়ে মুসল্লিদের মধ্যে ব্যাপক সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় একজন নিহত ও পাঁচ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে পুলিশ তিন জনকে আটক করেছে।

আজ ২৯ নভেম্বর ২০২৪ রোজ শুক্রবার বিকেলে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মালাধর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম শহিদুল প্রধান (৪৫)। তিনি ওই গ্রামে হাসিম প্রধানের ছেলে। প্রধান অভিযুক্তের নাম মজিদুল ইসলাম (৫০)। তিনিও একই গ্রামের বাসিন্দা এবং পুলিশে কর্মরত।

স্থানীয়রা জানান, একটি মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে একই গ্রামের মজিদুল ও শহিদুলের মতবিরোধ হয়। এক পর্যায়ে মজিদুলের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এতে শহিদুলের মৃত্যু হয়। আহত হন আরও পাঁচ জন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, সম্প্রতি মালাধর জামে মসজিদের কমিটি গঠন নিয়ে উত্তরপাড়া ও দক্ষিণপাড়ার মুসল্লিদের মধ্যে বিরোধ চলছিলো। এর জেরে শুক্রবার নামাজের পর কমিটি গঠন নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে মজিদুলের লোকজন লাঠিসোটা নিয়ে শহিদুলের ওপর হামলা করে। এসময় শহিদুলের মাথায় ছুরি দিয়ে আঘাত করা হয়। তাকে দ্রুত উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত পাঁচ জনের মধ্যে তিন জনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তরে জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন
More News Of This Category
ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102