March 28, 2023, 9:11 am
শিরোনামঃ
২০ বোতল ফেনসিডিলসহ ডিবির হাতে আটক হয়েছে বেলাল হোসেন মোহাম্মদপুরে প্রতিদিন ইফতার করাচ্ছেন ছাত্রলীগ নেতা নাঈমুল হাসান রাসেল স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আদাবর থানা আওয়ামী যুবলীগে শ্রদ্ধা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ বাংলাদেশ কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোঃ জাহাঙ্গীর আলম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন লায়ন এম এ লতিফ সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মদ জাবেদ ইসলাম জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত নাঈমুল হাসান রাসেল উত্তাল মার্চের গনহত্যার স্বীকৃতি ও পাকিস্তান বাহিনীর বিচার বেলাবো-মনোহরদী আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী হচ্ছেন তুলি

গনমানুষের মুক্তির লক্ষে বিকল্প শক্তি গড়ে তুলতে হবে : সাইফুল হক

Reporter Name
  • Update Time : Saturday, January 30, 2021
  • 238 Time View

নিপীড়িত-নির্যাতিত মানুষের মুক্তির লক্ষে বিকল্প শক্তি গড়ে তুলতে হবে মন্তব্য করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক বছেন, কমরেড শামসুজ্জোহা সেই লক্ষ্যেই আজীবন সংগ্রাম করে গেছেন।

শনিবার (৩০ জানুয়ারি) পুরানা পল্টনে ইব্রাহীম ম্যানসনে সমাজতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি কমরেড শামসুজ্জোহার ১ম মৃতু্যবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকারের দুর্নীতি আর দুঃশাসনে মানুষ আজ দিশেহারা। সংবিধানস্বীকৃত অধিকারগুলো এখন রুদ্ধ। ভোটাধিকারও কেড়ে নেওয়া হয়েছে। রাজনৈতিক স্বার্থের উদ্দেশে মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করা হচ্ছে। ক্ষমতাসীনদের হাতে ভোটাধিকারসহ গণতান্ত্রিক অধিকারসমূহ যেমন নিশ্চিত নয়, তেমনি দেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, জাতীয় সম্পদও নিরাপদ নয়।

তিনি সৎ, সংগ্রামী, প্রচারবিমুখ ও নিবেদিতপ্রাণ কমরেড শামসুজ্জোহার বিপ্লবী স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, গণমানুষের মুক্তির লক্ষে তার অসমাপ্ত কাজকে এগিয়ে নিয়ে যেতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, কমরেড শামসুজ্জোহার প্রদর্শিত পথে দেশের স্বার্থবিরোধী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি বলেন, দুর্নীতি-দুর্বৃত্তায়নের ভয়াবহতা সমগ্র সমাজে প্রতিনিয়ত যেভাবে বিস্তার লাভ করছে, তাতে সমগ্র জাতি এখন আতঙ্কিত হয়ে পড়েছে। এই সকল দুর্নীতিবাজদের সামাজিকভাবে বর্জন করতে হবে, প্রতিরোধ করতে হবে।

সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলমের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামি পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, সোস্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, পিডিপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, বাংলাদেশ গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সহ-সভাপতি কমরেড আলী হোসেন, নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক মতিউর রহমান, সিরাজগঞ্জ জেলা আহ্বায়ক জুয়েল রহমান, ঢাকা মহানগরের আহ্বায়ক মাহমুদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Dairy and pen distribution

ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102