ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারেরহত্যাকারীদের ফাঁসির দাবিতে শুক্রবার বিকালে শহরে এক বিক্ষোভমিছিল বের করে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ। শহরের ভূষণ রোডস্থ আ’লীগের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি শহর প্রদক্ষিণশেষে বাসস্টান্ড ট্রাফিক আইল্যন্ডে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশে কালীগঞ্জ পৌর আ’লীগের সংগঠনিক সম্পাদক পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ বলেন, খুনিদের পক্ষ নিয়ে যারারাজপথে নামবে তাদেরকে আমরা প্রতিহত করব।
খুনীদেরসহযোগীরা এ শহরে ঘাপটি মেরে আছে। তাদেরকেও আটক করেআইনের আওতায় আনার দাবী জানান। তিনি বলেন, খুনীরা এমপিআনারকে হত্যা করে কালীগঞ্জের ৫ লক্ষাধিক মানুষকে এতিমকরেছে। হত্যাকারীদের বিচারের দাবীতে আগামী ১৩ জুলাই মেইনবাস টার্মিনালে প্রতিবাদ সভার আয়োজন করবে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইচচেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল।
এছাড়াও বিক্ষোভ মিছিলে আরোঅংশ নেন নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদ রনি লস্কর, রাখালগাছি ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলামমন্টু, সিমলা রোকনপুর ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিনচৌধুরী, সাবেক ছাত্রলীগের কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণসম্পাদক মনির হোসেন সুমন, বারবাজার ইউনিয়ন যুবলীগেরভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সুমন হোসেন ও কালীগঞ্জ উপজেলাবিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রলীগের নেতাকর্মীরা।