স্টাফ রিপোর্টার:
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আহসান উল্লাহ হাসানের রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত হলো ইফতার ও আলোচনা সভা।
বুধবার রাজধানীর মিরপুরের ময়ুরি কমিউনিটি সেন্টারে পল্লবী থানা বিএনপি, পল্লবী থানা সেচ্ছা সেবক দল ও পল্লবী থানা ছাত্রদলের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় ব্রাহ্মণবাড়িয়ার ৪ আসনের বিএনপি প্রার্থী কবির আহমেদ ভুইয়া, ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রায়হান হাসান সৌরভ, পল্লবী থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবু ও পল্লবী থানা ছাত্রদল নেতা সৈয়দ হাসান সোহেলসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।