মোঃ ইব্রাহিম হোসেনঃ আগামী ১১ সেপ্টেম্বর ২০২৪ রোজ বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ১৭ তম কারামুক্তি দিবস উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দেশবাসীর নিকট দোয়া চাইলেন, ঢাকা মহানগর উত্তর মিরপুর পল্লবী থানা বিএনপির সংগ্রামী সফল সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক এবং রাজনীতিবিদ জনাব সেলিম রেজা।
আজ ৮ সেপ্টেম্বর ২০২৪ রোজ রবিবার খাস খবর বাংলাদেশ পত্রিকায় পাঠানো এক পত্রে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দেশবাসীর নিকট দোয়া চাইলেন।
জনাব সেলিম রেজা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈধ সরকারের রাজনৈতিক প্রতিহিংসা বশত ভিত্তিহীন মিথ্যা মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নির্জন কারাগারে ও দেশের জনগণ থেকে দূরে রেখে ছিল। আমাদের নেত্রী দীর্ঘদিন ধরে কারাগারে থাকায় বিভিন্ন ধরণের শারীরিক রোগে আক্রান্ত হয়ে পড়ে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈধ সরকার বেগম খালেদা জিয়াকে কারাগারে কোন সুচিকিৎসার ব্যবস্থা করতে দেয়নি। আমি শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি।