কোরআন অবমাননা কারা করতে পারে? যাদের উপর নাজিল হয়েছে
রিপোর্টারের নাম
আপডেট সময় :
Thursday, October 21, 2021
397 Time View
জনাব রবিউল আলমঃ
যে বিষয় আমি জানিনা, সেই বিষয়কে আমার সম্মান অসম্মানের দায় ভর্তায় না। আমার উপর কোরআন নাজিল হয়েছে, বন্ধুদের উপর গীতা, বাইবেল সহ একাধিক ধর্মগন্থ। আমার দায়ীত্ব কোরআনের সম্মান রক্ষা করা, কোরআনের দায়ীত্ব পালন ও খোরাক যোগার করা। কোরআন বহন করে বাড়ীর তাকে বন্দী করে রাখার নাম দায়ীত্ব পালন হতে পারে না। উত্তরা জামে মসজিদের ইমাম বিষয়টি পরিস্কার করেছেন। আমরা যারা কোরআন অবমাননার নামে মানুষের জানমালের ক্ষতি সাধন ও অন্য ধর্মীয় উপাসনালয়কে ধ্বংস করছি। আমার দ্বীনের নবি তাদেরকে লাফায়েত করবেন না। আমরা মুসলমানরা ঘরের দাকে কোরআন রেখে ছিলাম কবে, অনেকেই মনে নেই। আমাদের মা-বাবারা কোরআন পড়েছে, তাদের মৃত্যুর পরে আমরা অনেকেই কোরআনকে ছুয়ে দেখিনি। একটু পরিস্কার ও করিনি। আমাদের উপর নাজিল হওয়া কোরআনেকে অবমাননা করে চলেছি না ? মসজিদের ইমামরা আল্লাহ, রাসুল সঃ ও কোরআনের সঠিক ব্যাক্ষা একই মতে কবে আমাদের সমাজকে উপহার দিবেন ? প্রতিটি মসজিদের ইমাম নিজ মনগড়া হাদিস ও ফতুয়ার মাধ্যমে দেশ ও জাতিকে বিপদগ্রস্ত করতে পারেন না। রমজানের তারাবির নামাজে ইসলামী ফাউন্ডেশনের আদেশ অনুযায়ী হতে পারলে, জুমার নামাজের জন্য খুতবা নির্ধারন করে কেনো দেওয়া হবে না ? প্রতি সপ্তাহে নতুন নতুন খুতবা নির্ধারন করা যায়। কেনো না কোরআন অবমাননা অজুহাতে যারা হিন্দু বাড়ী জ্বালিয়েছেন, তারা হয় কোরআনের ভুল ব্যাক্ষায় উদ্বুদ্ধ হয়েছেন। না-হয় বিদেশি এজেন্ট হয়ে এই অপকর্মে অংশ নিয়েছেন। বাংলাদেশ বিশ্বের অসাম্প্রদায়ীক রোল মডেল হয়ে গেলে ওদের রাজনৈতিক শ্লোগান থাকে না। মানুষকে নিয়ে হিন্দু মুসলিম খৃষ্টানের রাজনৈতিক হাতিয়ার বানানো যাবে না।
লেখকঃ বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব ও রাজধানী মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব রবিউল আলম।