মোঃ ইব্রাহিম হোসেনঃ বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক ও লক্ষ্মীপুরের কৃতি সন্তান হিজবুল বাহার রানাকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
জেলা কৃষক লীগের উদ্যোগে ৭ নভেম্বর ২০২০ রোজ শনিবার সন্ধ্যায় শহরের বালিকা বিদ্যানিকেতন মাঠে এ সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরীদুন্নাহার লাইলী।
জেলা কৃষক লীগের সভাপতি ওমর হুসাইন ভূলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মো: গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন।
পৌর কৃষক লীগের সভাপতি রাজু আহম্মেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জজ কোর্টের পিপি মো. জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ফরিদা ইয়াসমীন লিকা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এড. রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা কৃষক লীগের সহ-সভাপতি আবদুল খালেক, সহ-সাধারন সম্পাদক সুজন, সাংগঠনিক সম্পাদক মাকছুদুল করিম মামুন, সমবায় বিষয়ক সম্পাদক কফিল উদ্দিন, কৃষক লীগ নেতা মিজান পাটোয়ারী, মোস্তাফিজুর রহমান, মামুন পাটোয়ারী, মাকছুদুর রহমান সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।
১৯৭২ সালের ১৯ এপ্রিল দেশের অর্থনৈতিক মুক্তির কার্যক্রমে কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করতে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর কৃষক লীগ প্রতিষ্ঠা করেন। এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন ১৫ আগস্টে শহীদ কৃষক নেতা আবদুর রব সেরনিয়াবাত।