মোঃ ইব্রাহিম হোসেনঃ
কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক, দৈনিক জনতার আদালত পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের রাজবাড়ী জেলা প্রতিনিধি নূরে আলম সিদ্দিকী হক’সহ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীর কালুখালীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১২ নভেম্বর ২০২০ রোজ বৃহস্পতিবার বিকালে কালুখালী উপজেলা স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বঙ্গবন্ধু চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিোথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক আবু বক্কর খান, পাংশা উপজেলা সাবেক ভাইচ চেয়ারম্যান মোস্তফা মুন্সি হেনা, কালুখালী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক নজরুল ইসলাম খান, উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা ইদ্রিস আলী মন্ডল, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফরহাদ হোসেন প্রমূখ।
সমাবেশ শেষে কালুখালী উপজেলা ও থানা সড়কে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা।