ডেস্ক রিপোর্টঃ দেশের ৫২তম রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেল মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন ‘নাগরিক ঐক্য’। ইসির নিবন্ধনে ‘কেটলি’ প্রতীক পেয়েছে দলটি।
সোমবার (২ সেপ্টেম্বর) ইসি সচিব শফিউল আজিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নাগরিক ঐক্যকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। উক্ত দলের জন্য কেটলি প্রতীক সংরক্ষণ করা হয়েছে। দলটির নিবন্ধন নং-০৫২।
তিনজন উপদেষ্টা ও ১৮৬ জনের কেন্দ্রীয় কমিটি নিয়ে ২০১২ সালের ১ জুন আত্মপ্রকাশ করে নাগরিক ঐক্য। দলটির প্রতিষ্ঠাতা বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না।
দলটির প্রতিষ্ঠা কেন্দ্রীয় কমিটিতে ছিলেন ড. পিয়াস করিম, সিনিয়র সাংবাদিক আবু সাঈদ খান, ড. তুহিন মালিকসহ আরও অনেক সিনিয়র নাগরিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা।
তিন উপদেষ্টার মধ্যে একজন হলেন সাংবাদিক এবিএম মূসা, আরেকজন হলেন মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ সরকার, অপর উপদেষ্টা হচ্ছেন সাবেক আওয়ামী লীগ নেতা, সাবেক সচিব ও সাংসদ এস এম আকরাম।
যে ছয়টি রাজনৈতিক দল নিয়ে রাজনৈতিক জোট ‘গণতন্ত্র মঞ্চ’ গঠিত হয়েছে তার একটি ‘নাগরিক ঐক্য’। শেখ হাসিনা সরকার পতনের আন্দোলন তরান্বিত করাসহ বেশ কয়েকটি লক্ষ্য সামনে রেখে ২০২২ সালের ৮ই আগস্ট জোটটি নিজেদের প্রতিষ্ঠা ঘোষণা করে। ২০২২-২৩ সাল থেকে জোটটি বিএনপির সঙ্গে বিভিন্ন যুগপৎ আন্দোলনে অংশ নেয়।