লেখকঃ মোঃ মতিয়ার রহমান
সাথী আমার ভাঙ্গা তরী
বেয়ে চলি নিরবধি
পার করে দেই জনে জনে
তবুও কেহ রাখেনি মনে।
পার করিতে তাদের আমি
জলেই করলাম বসতবাড়ি
চোখের জলে আহাজারি
তবুও আমি হাল ধরি শক্ত করি।
ঝড় তুফানে চালাই তরী
মৃত্যুকে করে আলিঙ্গন
পার করিলাম কতোজন
আজো কেহ বললো নাতো আছ কেমন?