মোঃ ইব্রাহিম হোসেনঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার রাত ৮টায় পৌরসভা এলাকার ভোজ ফুড পার্কে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহস্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক এ্যাড. শেখ জামাল হোসেন মুন্নার উদ্যোগে এ জন্মদিন উদযাপন উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর কৃষক লীগ নেতা ছিদ্দিক শেখ, পৌর কাউন্সিলর খান মিজানুর রহমান, উপজেলা কৃষকলীগ নেতা আজিম মিয়া প্রমুখ।
আলোচনা শেষে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।