মোঃ ইব্রাহিম হোসেনঃ বাংলাদেশ কৃষক লীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১০ এপ্রিল ২০২২ রোজ রবিবার সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সংগ্রামী সভাপতি ও কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মাকসুদুল ইসলামের সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ হালিম খান এর পরিচালনায় প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড. শামিমা আক্তার খানম এমপি, একেএম আজম খান, সাংগঠনিক সম্পাদক এ্যাড. গাজী জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক, ঢাকা উত্তর অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা, বিশিষ্ট সাংবাদিক ও রাজনীতিবিদ নুরে আলম সিদ্দিকী, সৈয়দ সাগিরুজ্জামান শাকীক, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাদশা সহ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন থান ও ওয়ার্ড কৃষক লীগের নেতৃবৃন্দ সহ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের কৃষির উন্নয়ন এবং কৃষকের স্বার্থ রক্ষার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকাল থেকে কৃষক লীগ কৃষকদের সংগঠিত করা, তাদের দাবি আদায় এবং দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে। কেন্দ্রীয় কর্মসূচির ন্যয় ঢাকা মহানগর উত্তর প্রত্যেক থানা ও ওয়ার্ড নেতাদের কৃষক লীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথভাবে পালনের আহ্বান জানান।