মোঃ ইব্রাহিম হোসেনঃ বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে নতুন ভবনের (৫মতলা) স্থায়ী ঠিকানা হয়েছে।
আজ ১৪ জুলাই ২০২১ রোজ বুধবার ধানমন্ডি ৩/এ মাননীয় প্রধানমন্ত্রী রাজনৈতিক কার্যালয়ে কৃষক লীগের নিজস্ব ভবনের বুকিং প্রদান করেন।
বুকিং প্রদানকালে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, বাংলাদেশ কৃষক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি এমপি, আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য সৈয়দ আওয়াল হোসেন শামীম, কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক, ঢাকা উত্তর অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা, বিশিষ্ট সাংবাদিক ও লেখক এবং দানশীল ব্যক্তি জনাব নুরে আলম সিদ্দিকী হক, সহ দপ্তর সম্পাদক সৈয়দ শওকত হোসেন সানু, সহ প্রচার সম্পাদক নুরুল ইসলাম বাদশা, সহ স্থানীয় সরকার সম্পাদক সামিউল সামী, ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ হালিম খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য বাংলাদেশ কৃষক লীগের নতুন কার্যালয়ের জন্য বিশিষ্ট সাংবাদিক ও লেখক এবং দানশীল ব্যক্তি জনাব নুরে আলম সিদ্দিকী হক সর্বপ্রথম ৫ লক্ষ টাকা অনুদান প্রদান করেন।