মোঃ ইব্রাহিম হোসেনঃ বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও তার স্ত্রী শিল্পী বৌদি এবং একমাত্র কন্যা গৌরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে সপরিবারে শারীরিকভাবে সুস্থ রয়েছেন বলে জানা গেছে। বর্তমানে সপরিবার চিকিৎসাধীন আছেন।
সপরিবারে আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় লক্ষ্মীপুরে কৃষক লীগের উদ্যোগে আজ ৭ জুলাই ২০২১ ইং বুধবার লক্ষ্মীপুর জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানার নেতৃত্বে জননেতা কৃষিবিদ সমীর চন্দ ও তার স্ত্রী শিল্পী বৌদি এবং একমাত্র কন্যা গৌরী এর আশু রোগ মুক্তি ও সুস্থতার জন্য মহান রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করেন।
এসময় সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।