মোঃ ইব্রাহিম হোসেনঃ বাংলাদেশ কৃষক লীগের সংগ্রামী সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও তার স্ত্রী শিল্পী বৌদি এবং একমাত্র কন্যা গৌরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে সপরিবারে শারীরিকভাবে সুস্থ ও চিকিৎসাধীন আছেন।
সপরিবারে আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় ঢাকা মহানগর উত্তর শেরেবাংলা নগর থানা কৃষক লীগের উদ্যোগে ১১ জুলাই ২০২১ ইং রবিবার শেরেবাংলা নগর থানা কৃষক লীগের কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন, শেরেবাংলা নগর থানা কৃষক লীগের সংগ্রামী সভাপতি মোঃ কামাল পাশার, অনুষ্ঠান পরিচালনা করেন, শেরেবাংলা নগর থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম জয়।
এ সময় উপস্থিত ছিলেন, থানা, ওয়ার্ড ও ইউনিট কৃষক লীগের নেতৃবৃন্দ।
দোয়া ও মিলাদ মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’সহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। বাংলাদেশ কৃষক লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন মোল্ল্যার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
চলমান করোনা মহামারিতে মৃত্যুবরণকারীদের শহীদের মর্জাদা দান ও আক্রান্তদের আরোগ্য দানের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া ও মোনাজাত করা হয়।