মোঃ ইব্রাহিম হোসেনঃ আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে আবারো বিজয়ী করার লক্ষ্যে বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে খুলনা বিভাগীয় নির্বাচনী প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে যশোর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই বিভাগীয় নির্বাচনী প্রতিনিধি সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষক লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী, বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুব উল আলম শান্তি, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আজম খান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও রাজবাড়ী-২ আসনের আগামীর কর্ণধার, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক ও ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতি সভাপতি নুরে আলম সিদ্দিকী হক, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, কৃষিবিদ ড. হাবিবুর রহমান মোল্লা, অধ্যাপক নাজমুল ইসলাম পানু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নুরুল ইসলাম বাদশা, তথ্য ও গবেষণা সম্পাদক শামীমা সুলতানা, পানি, সেচ ও বিদ্যুৎ বিষয়ক সম্পাদক কৃষিবিদ আলহাজ্ব মো. আব্দুর রাশেদ খান, কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৃষিবিদ আশরাফুল ইসলাম স্বপন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোছা. হালিমা রহমান, বেসরকারি বিষয়ক সম্পাদক মো. মিরুল ইসলাম, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য প্রাণকৃষ্ণ গোস্বামী, মিসেস মাহফুজা সুলতানা রুবি, কেন্দ্রীয় জাতীয় কমিটির সদস্য দিলীপ কুমার অধিকারী, আর.কে মুক্তা প্রমুখ।
যশোর জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট শামসুর রহমানের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন যশোর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন।
এ সময় খুলনা বিভাগের অন্তর্ভুক্ত প্রতিটি জেলার কৃষক লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ সকল উপজেলা পৌরসভা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।