মোঃ ইব্রাহিম হোসেনঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস-২০২১ পালনে বাংলাদেশ কৃষক লীগ ১১ নং ওয়ার্ড, মিরপুর থানা, ঢাকা মহানগর উত্তর এর আয়োজনে আজ ২৭ আগস্ট ২০২১ রোজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় কম সৌভাগ্যবান মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। বিশেষ অতিথি ছিলে যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, যুগ্ম-সাধারণ সম্পাদক আজম খান, সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক, ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ হালিম খান, মিরপুর থানা কৃষক লীগের সভাপতি আব্দুল সালাম শাহ আলম, সাধারণ সম্পাদক আশরাফ খান রাসেল, ১১ নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, মহানগর উত্তর, থানা ও ওয়ার্ড কৃষক লীগের নেতৃবৃন্দ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে এবং প্রধানমন্ত্রী কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি সহ আওয়ামী পরিবারের সকলের দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত শেষে কম সৌভাগ্যবান মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
একইভাবে শোকাবহ আগস্ট-২০২১ পালনে ঢাকা মহানগর সহ সারাদেশের সকল মহানগরের প্রতিটি ওয়ার্ডে এবং প্রত্যেক জেলায় ইউনিয়ন পর্যায়ে শোকাবহ আগস্ট মাসের ৩১ শে আগস্ট পর্যন্ত এই কর্মসূচি প্রতিদিন ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।