March 23, 2023, 10:53 am
শিরোনামঃ
জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত নাঈমুল হাসান রাসেল উত্তাল মার্চের গনহত্যার স্বীকৃতি ও পাকিস্তান বাহিনীর বিচার বেলাবো-মনোহরদী আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী হচ্ছেন তুলি রাজবাড়ীতে দশ গ্রাম হেরোইন সহ মিলন কসাইকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ১/১১ সরকার বাংলার মাটিতে কায়েম হতে দেয়া হবে নাঃ জাহাঙ্গীর কবির নানক ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত রমজানের পবিত্রতা রক্ষায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রন করুন : বাংলাদেশ ন্যাপ সমস্যার আগে সমাধান করলে নাকি রাজনীতি অর্থবহ হয় না  রাজধানী মোহাম্মদপুর টাউন হলে, ‘মুনিয়া ফাস্টফুড কর্নার’নামের নতুন ফাস্টফুডের দোকান উদ্বোধন ঝিনাইদহ ইসলামী ব্যাংকের সুদ করবারি আবু সাঈদ এখনো বহাল তবিয়তে

কৃষক বাঁচাও-দেশ বাঁচাও দিবস পালন করেছে কৃষক লীগ

Reporter Name
  • Update Time : Friday, October 30, 2020
  • 161 Time View

মোঃ ইব্রাহিম হোসেনঃ ২৯ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার বিকাল ৩.০০ টায় বঙ্গবন্ধু এভিনিউ, বাংলাদেশ আওয়ামী লীগ কার্যালয় সম্মুখে বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে “কৃষক বাঁচাও-দেশ বাঁচাও” দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ । সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম।

প্রধান অতিথি বেগম মতিয়া চৌধুরী এমপি তার বক্তব্যে বলেন যে, কৃষি ও কৃষক সংগঠনের সংকটজনক একটি পরিস্থিতিতে নরসিংদী জেলার রায়পুরায় বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত এক কৃষক সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি, কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনা ৩০ অক্টোবরকে “কৃষক বাচাও – দেশ বাচও দিবস” ঘোষণা করেন। বাংলাদেশের কৃষি ও কৃষকের কল্যাণে তিনি নির্যাতিত, অবহেলিত কৃষক সমাজের কল্যাণে ১১ দফা দাবী উত্থাপন করেন । শামরিক স্বৈরাচার সেই দাবী না মানলেও ২১ বছর পর কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়ে সার ও কীটনাশক কৃষি উপকরণের মূল্য-হ্রাস করে একটি নতুন কৃষি বিপ্লব সফল করেন।

বিশেষ অতিথি আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম বলেন, ১৯৯৫ সালে ন্যায্যমূল্যে সারের দাবীতে আন্দোলনরত ১৮ জন কৃষককে বিএনপি-জামাত জোট সরকার গুলি করে হত্যা করে। তারা কৃষকের দাবী মেনে নেয়া দূরের কথা স্বৈরাচারী কায়দায় কৃষকের ওপর স্টিম রোলার চালায় । অথচ শেখ হাসিনা সরকার উত্তর বঙ্গের মঙ্গা নিরসন সহ কৃষকের জন্য সার.কীটনাশক,হ্রাসকৃত মূল্যে, ভর্তুকী প্রদান, সেচ, পানি ও বিদ্যুৎ সহজলভ্য করেন। এমনকি করোনাকালে পাঁচ হাজার করে টাকা কৃষকের মোবাইলে প্রণোদনা হিসেবে প্রেরণ করে আপদকালীন সুরক্ষা করেন যা সারাবিশ্বে বিরল দৃষ্টান্ত সৃষ্টি করেছে।

বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ সভাপতির বক্তব্যে বলেন যে, ৩০ শে অক্টোবর কৃষক লীগের নেতাকর্মীদের জন্য একটি তাৎপর্যপূর্ণ দিবস । কৃষকরত্ন শেখ হাসিনা নরসিংদীর রায়পুরায় ১১ দফা দাবী উত্থাপন করে এই দিবসকে “কৃষক বাচাও – দেশ বাচাও দিবস” হিসেবে ঘোষণা করে । এবং বিরোধী দলে থাকা কালীন তিনি এই দাবী নিয়ে তৎকালীন সামরিক ও স্বৈরচারের বিরুদ্ধে কৃষক সমাজকে সংগঠিত করেন । আন্দোলনের এক পর্যায় ন্যাধ্যমূল্যে সারের দাবীতে আন্দোলনরত ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করে। ১৯৯৫ সালে কৃষকরত্ন শেখ হাসিনার নেতৃতে বাংলাদেশ রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়ে এসকল দাবীগুলো ক্রমান্বয়ে বাস্তবায়ন করেন। যার পরিপ্রেক্ষিতে দেশ আজ খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণ। এছাড়াও বিগত প্রায় এক বছরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ কৃষক লীগে করোনা কালে ধান কাটা, করোনা আক্রান্তদের পরিচর্যা করা, ৪০ লক্ষ বৃক্ষরোপন, বন্যাদুর্গতদের মাঝে সার ও বীজ বিতরণ করে দুঃসময়ে কৃষকরে পাশে দাড়ান ।

বাংলাদেশ কৃষক লীগের সভপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, আজ কৃষক একর প্রতি প্রায় শতশত ধান উৎপাদন করে । বৈশ্বিক উষ্ণতা মোকাবেলা করতে এ বছরও আযাঢ়-শ্রাবণ-ভাদ্র তিন মাসে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী কৃষকরত্র শেখ হাসিনা’র নির্দেশে সারাদেশে কৃষক লীগের নেতা-কর্মীরা প্রায় চক্তিশ লক্ষ গাছের চারা রোপন করেছেন যা অদূর ভবিষ্যতে প্রত্যেকের জন্য একটি সম্পদে পরিণত হবে এবং রাষ্ট্র গ্রিন হাউজের প্রতিক্রিয়া মোকাবেলা করতে সক্ষম হবেন। এছাড়াও বিগত প্রায় এক বছরে কৃষক লীগের দায়িত্ব গ্রহণের পর কৃষকের ধান কাটা, করোনা আক্রান্তদের পরিচর্যা করা, প্রায় ৪র্থ বারের মত বন্যাপ্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্থ কৃষকের মধ্যে সার, বীজ ও খাদ্যশস্য বিতরণ করে দুঃসময়ে কৃষকের পাশে দাড়িয়েছেন।

বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাভ, উম্মে কুলসুম স্মৃতি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী কৃষকরত্ন শেখ হাসিনা এমপির নির্দেশে সব সময় কৃষক লীগে নেতা-কর্মীরা কৃষকের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমি নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি, উপদেষ্টা পরিষদ ও জাতীয় কমিটির নেতৃবৃন্দকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি । আশা করি আপনারা ঐক্যবদ্ধভাবে নিজ নিজ পরিসরে সর্বোচ্চ মেধা ও মননে জাতির জন্য কাজ করে যাবেন।

সভায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ্ব শরীফ আশরাফ আলী , আলহাজ্ব মোস্তফা কামাল চৌধুরী, আলহাজ্ব আকবর আলী চৌধুরী, কৃষিবিদ ড. নজরুল ইসলাম, এ্যাড. এ.এফ.এম মোঃ রেজাউল করিম হিরণ, মোঃ আবুল হোসেন, ডি.এম জয়নুল আবেদীন, আলহাজ্ব মোঃ মাকসুদুল ইসলাম, যুগ্ম- সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার, অ্যাড. শামীমা শাহরিয়ার, আলহাজ্ব একেএম আজম খান, সাংগঠনিক সম্পাদক অ্যাড. গাজী জসিম উদ্দিন, কৃষিবিদ ড. হাবিবুর রহমান মোল্লা, সৈয়দ সাগিরুজ্জামান শাকীক, নূরে আলম সিদ্দিকী হক, অধ্যাপক নাজমুল ইসলাম পানু, হিজবুল বাহার রানা, সম্পাদকমন্ডলীর সদস্য রেজাউল করিম রেজা, অ্যাড. লিমন, শামীমা সুলতানা, হালিমা রহমান, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগ সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম বাবু, জাকিউদ্দিন রিন্টু, মহসিন করিম, আব্দুর রব খান, মোঃ হালিম খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Dairy and pen distribution

ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102