মোঃ ইব্রাহিম হোসেনঃ মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনা’র কাছে আমরা দক্ষিণবঙ্গের মানুষ চিরঋণী বলে মন্তব্য করেছেন, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক এ্যাড. শেখ জামাল হোসেন মুন্না।
১৩ জুলাই ২০২৩ রোজ বৃহস্পতিবার বিকালে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এ সময় এ্যাড. শেখ জামাল হোসেন মুন্না বলেন, পদ্মাসেতু নির্মানের মধ্য দিয়ে দক্ষিণবঙ্গের মানুষের ভাগ্যের দুয়ার খুলে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই কৃষকরত্ন শেখ হাসিনা’র কাছে আমরা দক্ষিণবঙ্গের মানুষ চিরঋণী। এ জন্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দক্ষিণবঙ্গের মানুষ ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে।
সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন।
সভায় পাঁচুড়িয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. গোলজার আলী’র সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার দাস লক্ষণ। বিশেষ বক্তা ছিলেন, উপজেলা কৃষক লীগের সদস্য সচিব খান আমিরুল ইসলাম।
উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মো. ইয়াসিন মাস্টারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা কৃষক লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ডা. গোলাম কবীর, পাঁচুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম শাহ নেওয়াজ শিকদার রিপন, টগরবন্দ ইউনিয়ন কৃষকলীগের সভাপতি নুর নবী মিয়া প্রমুখ।