মোঃ ইব্রাহিম হোসেনঃ
বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, ও সাধারণ সম্পাদক এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি’র দিক নির্দেশণায় কুষ্টিয়াতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ বিতারণ করা হয়েছে।
আজ ১১ নভেম্বর ২০২০ রোজ বৃধবার কুষ্টিয়া সদর, মিরপুর উপজেলা, দৌলতপুর উপজেলা, কুমারখালী উপজেলাতে এ বীজ বিতারণ করা হয়।
বীজ বিতারণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা আতাউর রহমান আতা, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু, বিশেষ অতিথি ছিলেন জনাব জুবাইয়ের হোসেন চৌধুরী নির্বাহী অফিসার, জনাব বিষ্নপদ সাহা, কৃষি অফিসার সদর উপজেলা কুষ্টিয়া, সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা কৃষক লীগের সভাপতি জনাব মকবুল হোসেন লাবলু, পরিচালনা করেন এম এ মোমিন মন্ডল চেয়ারম্যান বটতৈল ইউনিয়ন, সদস্য বাংলাদেশ কৃষক লীগ সাধারণ সম্পাদক কুষ্টিয়া জেলা কৃষক লীগের নেতা-কর্মীসহ স্থানীয় সাংবাদিক ও এলাকার গন্যমান্যরা উপস্থিত ছিলেন।