ইমরান খান রাজবাড়ী প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজবাড়ীর কালুখালী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (৫ মে) বিকালে উপজেলার সোনাপুর মোড় খান মার্কেটের চতুর্থ তলায় এ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের শুভ উদ্বোধন করেন রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. কামরুল আলম।
২০১০ সালে কালুখালী উপজেলা গঠিত হওয়ার পর প্রথমবারের মতো এ উপজেলায় বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
দ্বি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক তোফাজ্জেল হোসেন মিয়া, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ২ রেজাউল করিম মিন্টু, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, সহ প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত ভোটারদের ভোটে নির্বাচিত হয়েছেন, সভাপতি লুৎফর রহমান খান, সাধারণ সম্পাদক এ্যাড. রকিবুল হাসান রুমা, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি তৈয়বুর রহমান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, সাংগঠনিক সম্পাদক ২ মো. শাহাজালাল মিয়া।