ইমরান খান রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর কালুখালী উপজেলায় ১৪৪ ধারা ভক্ত করে ২তলা ভবন নির্মান করছে একদল ভূমি গ্রাসী। এ ব্যাপারে কালুখালী থানা পুলিশের সাহায্যের আবেদন করেও ফল পায়নি ভুক্তভোগীরা।
জানা গেছে, কালুখালীর গংগানন্দপুর গ্রামের নিমাই কুমারের জমি দখল করে ভবন নির্মানের চেষ্টা করে বিশ্বনাথ ও দিলীপ বিশ্বাস। বিষয়টি বন্ধ রাখার জন্য নিমাই বিশ্বাস আদালতে মিস, পি ৪৬৮/২০২৩,ধারা ১৪৪/১৪৫ দায়ের করে। ওই মামলার পর আদালত গংগানন্দপুর মৌজার বিএস ৬০৯ খতিয়ানের ২৫২৭ নং দাগে ১৪৪ ধারা জারি করে। গত ৭/৯/২০২৩ ইং সকালে কালুখালী থানার এসআই সোহেল রানা আদালতের আদেশের ওই কপি বিবাদীদের হাতে পৌঁছে দেন। কিন্তু দুপুরেই তা অমান্য করে বিশ্বনাথ ও দিলীপ বিশ্বাস ওই জমিতে ২ তলা ভবনের ঢালাই কাজ সম্পন্ন করে।
নিমাই বিশ্বাস জানান, মাদারীপুর জেলার কিরোন মন্ডল নামের এক দূর্বত্তের সহযোগীতায় বিশ্বনাথ ও দিলীপ বিশ্বাস এ ঢালাই কাজ করেছে।