ইমরান খান, রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ীর কালুখালী উপজেলায় ২০ জন দুঃস্থ মহিলার মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরন করেছে উপজেলা মহিলা বিষয়ক দপ্তর।
৮ আগষ্ট ২০২৩ রোজ মঙ্গলবার বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিক উপলক্ষে এ বিতরন অনুষ্ঠানের আয়োজন কর হয়।
এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজিব। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলীউজ্জামান চৌধুরী টিটো, সহকারী কমিশনার (ভূমি) মেহেরুন্নাহার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, কালুখালী থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
যাদেরকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে তারা হলেন, মেজবুন নাহার,রেখা খাতুন,রহিমা খাতুন,সাবিনা ইয়াসমিন,তাহমিনা পারভীন, শাপলা খাতুন,জেসমিন আফরোজ সাফা ও বিন্দু খাতুন।
এছাড়া নগদ অর্থ প্রাপ্তরা হলেন, পাপিয়া খাতুন,নার্গিস পারভীন, দোলেনা বেগম, মিম সেতু,আনোয়ারা বেগম,হেনা বেগম লাকী ও ফরিদা বেগম।