ইমরান খান রাজবাড়ী প্রতিনিধি :
৮ আগষ্ট মঙ্গলবার সকালে রাজবাড়ীর কালুখালী উপজেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা
মুজিবের ৯৩ তম জন্মবার্ষিক পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তর বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান।
এছাড়া কালুখালী থানা পুলিশের পক্ষ থেকেও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজিব। সভায় উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলীউজ্জামান চৌধুরী টিটো, সহকারী কমিশনার (ভূমি) মেহেরুন্নাহার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, কালুখালী থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার, মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সুপ্রিয়া রানী বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পর বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিক উপলক্ষে ২০ জন দুস্থ মহিলাকে সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান করা হয়।