ইমরান খান রাজবাড়ী প্রতিনিধি। রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া বাজারে তৃষ্ণার্ত, শ্রমজীবি, গাড়ি চালক ও সাধারণ পথচারীদের মাঝে বিনামূল্যে লেবু শরবত ও ঠান্ডা পানি বিতরণ করেছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী শেখ মোঃ রিপন।
হিটস্ট্রোক থেকে মানুষকে রক্ষাসহ সুস্থ ও সতেজ রাখতে চলমান প্রচন্ড তাপদাহ ও হিট অ্যালার্টে শরবতের বিকল্প নেই। তীব্র গরমের মধ্যে পানির পিপাসা মেঠাতে বরফ মিশ্রিত ঠান্ডা পানি ও লেবুর রসের সাথে ট্যাংক দিয়ে শরবত তৈরী করে বিতরণকালে মানুষের উপচে পড়া ভীড় জমে।
শরবত পান করে প্রচন্ড রোদ্রের মাঝে হাত তোলে মহান আল্লাহর দরবারে শোকরিয়া জ্ঞাপনসহ ভাইস-চেয়ারম্যান প্রার্থী শেখ মোঃ রিপন এর সাফল্য কামনা করেন পথচারীরা।
উল্লেখ্য, শেখ মোঃ রিপন কালুখালী উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এ সময় তিনি সকলের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন।
এই উপজেলায় ৪জন চেয়ারম্যান পদে, ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন নির্বাচন করছেন। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৩৭ হাজার ২শত, পুরুষ ৭০ হাজার ২ শত ৮৪ ও নারী ভোটার ৬৩ হাজার ৯শত ১৫।