December 14, 2024, 3:13 am
শিরোনামঃ
‘আওয়ামী লীগ আবার ফিরবে’ বলা সেই ইউএনওকে পুনর্বহালের দাবিতে বিএনপি-জামায়াতের মানববন্ধন ২০২৫ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ভারতকে প্রতিহত করতে ব্রাহ্মণবাড়িয়াই যথেষ্ট: জয়নুল আবদিন ফারুক এবার ১৫ মিনিটে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের তৃণমূল নেতার তথ্য উপদেষ্টা নাহিদের বক্তব্য রাজনীতিবিরোধী: মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ ফিরে আসবে, আজ অথবা কাল মন্তব্য করায় সদরপুরের ইউএনও আল মামুন প্রত্যাহার যাকে ‘র’ এজেন্ট বলছেন, তাকেই সবচেয়ে বেশি পাশে পেয়েছিঃ উপদেষ্টা আসিফ মাহমুদ হারিয়ে যাচ্ছে বাউফলের ঐতিহ্যবাহী বাঁশ ও বেতের তৈরি পণ্য টানা দ্বিতীয়বার ডিএমপির শ্রেষ্ঠ অফিসার (ইন্সপেক্টর তদন্ত) মোঃ হাফিজুর রহমান ভাসানী এক মহীরুহের অগ্নিক্ষরা সংগ্রামী জীবন : বাংলাদেশ ন্যাপ

কালুখালীতে ক্যারেন্ট জাল জব্দ 

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Tuesday, August 29, 2023
  • 460 Time View

ইমরান খান, রাজবাড়ী প্রতিনিধিঃ

আজ ২৯ আগস্ট মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর কালুখালী উপজেলার পদ্মা নদী থেকে ২ লক্ষ ৪৫ হাজার টাকার ক্যারেন জাল জব্দ করেছেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজিব। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবু বকর সিদ্দিক, কালুখালী থানার পুলিশ পরিদর্শক শহিদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্ধারের পর ক্যারেন জাল পদ্মা পারের হিরু মোল্লার ঘাটে পুড়িয়ে ফেলা হয়। এসময় ক্যারেন্ট জাল ব্যবহারকারী জেলে উজ্জলকে ২০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবু বকর সিদ্দিক জানান, এই অভিযান অব্যাহত থাকবে।

জালে আগুন লাগিয়ে মৎস্য কর্মকতা অফিসে ফিরলে মৎস্যজীবীরা হিরু মোল্লার ঘাটে হাজির হয়। তারা জানান, মাছ শিকার আমাদের একমাত্র পেশা। এনজিও থেকে ঋণ নিয়ে ক্যারেন জাল কিনেছি। এ জাল ব্যবহার করা যাবে না কেউ তা বলেনি। সতর্ক করলে আমরা তা মেনে চলতাম। তারা জানান,আমরা মৎস্যজীবী হয়েও জেলে কার্ড পাই না,মাছ মারতে পারি না। এটা কেমন নিয়ম?

পুড়ানো জালের লোহার শিক ছিলো ৩ থেকে ৪ মন। জেলেরা এগুলো নিতে গেলে রমজান নামক এক ভাংগুড়ি ব্যবসায়ী বাধা দেয়। রমজান জানায়, উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবু বকর সিদ্দিক ৭ হাজার টাকার বিনিময় এগুলো বিক্রি করেছে।

এ ব্যাপারে কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবু বকর সিদ্দিক জানান, আমি শিকগুলো বেচিনি। রমজানকে বিনামূল্যে দিয়েছি।
মৎস্যজীবী অসীম,ময়জান,জোছনা,সিরাজুল, ফজলু,বিল্লাল জানায়, আমরা জেলে হলেও কার্ড পাইনা। কার্ড পায় ভূয়া জেলেরা। তারা বিষয়টি প্রতি দৃষ্টি দেওয়ায় জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন
More News Of This Category
ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102