ইমরান খান রাজবাড়ী প্রতিনিধি : রবিবার সকালে রাজবাড়ীর কালুখালী উপজেলা পরিষদের সামনে বেতন বোনাস কম দেওয়ার অভিযোগ তুলে দারিদ্র মোচন প্রচেষ্টার বিরুদ্ধে
মানব বন্ধন করেছে বোরখা পরিহিত ৮ নারী ও ৫ পুরুষ। তারা দাবী করেন দারিদ্র্য মোচন সংস্থা তাদের বেতন ভাতা কম দিয়ে প্রতারনা করেছে।
তারা দাবী পুরন না হওয়া পর্যন্ত এ কর্মসুচি চালিয়ে যাওয়ার ঘোষনা দেন।
এ প্রসঙ্গে জানার জন্য দারিদ্র মোচন প্রচেষ্টার পরিচালক মোঃ রোকনুজ্জামানের মুখোমুখি হলে তিনি বলেন, আমি আউট অপ চিলড্রেন প্রকল্পের কাজ পাই। কিন্তু সহযোগী অঙ্গন মহিলা সংস্থার দিয়ে কাজটি করাই। ওই সংস্থা সকল শিক্ষক ও সুপারভাইজারের বেতন ভাতা ব্যাংক একাউন্টে পরিশোধ করেছে।
দ্বিতীয় ধাপ আবারও এই কর্মসূচি চালুর চেষ্টা চলছে। ইউনিয়ন পরিষদের সদস্য হওয়ায় সুপারভাইজার রিপন বিশ্বাসকে এই কর্মসূচি থেকে বাদ দেওয়ার কারনে সে আমার কর্মসূচির নামে নানা অপপ্রচার ছড়াচ্ছে। তিনি মানব বন্ধনের বোরখা পড়া নারীরা আমার কর্মী নয়
বলে দাবী করেন। তিনি বলেন এরা ভাড়াটে।
পরে তিনি সম্মেলন কক্ষে ডেকে নিয়ে দেখান তার কর্মসুচির ৭০ জন নারী ও পুরুষ শিক্ষক সতেজিকরন প্রশিক্ষন নিচ্ছে।
প্রশিক্ষনার্থীরা জানান, তারা ১৮ মাস কাজ করেছে। ব্যাংক একাউন্টে তাদের ১৮ মাসের বেতন পরিশোধ করা হয়েছে।