ষ্টাফ রিপোর্টারঃ ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা ৮নং মালিয়াট ইউনিয়ন ভিটাখোলা গ্রামের একটি বাগানে গাছের ডালে ডোরাকাটা চিহ্নের একটা বিচিত্র প্রাণী দেখতে পেয়ে জনৈক ব্যক্তি অবাক হয়ে গ্রামের মানুষকে খবর দিলে তাঁরা বুঝতে পারেন এটা আর অন্যকিছু নয় এটা হলো সেই ভয়ঙ্কর চিতা বাঘের বাচ্চা।
বাঘটি এখানে এলো কীভাবে সবাইতো ভেবে অবাক।সাথে সাথে গ্রামের মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে পড়লে সকলে মিলে সিদ্ধান্ত নেন এটাকে যেকোনো উপায়ে আটকাতে হবে।কথা মোতাবেক কাজ হলো লাঠিসোঠা ও বস্তা নিয়ে আসা হলো।বাচ্চাটা কে গাছ থেকে তাড়া করলে সে আতঙ্কে গাছ থেকে নেমে আত্মরক্ষার জন্যে নিচে বসে পড়লো।
এরপর শুরু হলো কিভাবে বাঘটিকে বস্তাবন্দী করা যায় তাহার কৌশল।এরপর বিশেষ কৌশলে বস্তার ভেতরে ঢুকিয়ে ফেলা হয় তাকে।অবশেষে বাচ্চাটি গলায় শিকল বেঁধে দেন ভিটাখোলা গ্রামের নুরুল হক।খবর পেয়ে সাথে সাথে ছুটে আসেন ৮নং মালিয়াট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাব জাহাঙ্গীর হোসেন বিশ্বাস।চিতা বাঘের বাচ্চাটা কে দেখতে আশে পাশের এলাকার লোকজনের ঢল নামছে। সে এখন খুব ভালো আছে।তার দ্বারা কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি।পরে বাঘটি ভিটাখোলা গ্রামের জাহাঙ্গির হোসেনের বাড়িতে রাখা হয়। এ ব্যাপারে ঝিনাইদহ বন বিভাগ খবর পেয়ে বিকালে চিতা বাঘটি নিয়ে গেছে।পরে বাঘটি ভিটাখোলা গ্রামের জাহাঙ্গির হোসেনের বাড়িতে রাখা হয়। এ ব্যাপারে ঝিনাইদহ বন বিভাগ খবর পেয়ে বিকালে চিতা বাঘটি নিয়ে গেছে।