কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ২৮ শে ফেব্রুয়ারি ঝিনাইদহ কালীগঞ্জে পৌরসভার নির্বাচন উপলক্ষে আলোচনা সভা ও পৌর আওয়ামীলীগের আঞ্চলিক অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ফেব্রুয়ারি) রাতে কালীগঞ্জ পৌরসভার গোরস্থানপাড়ায় পৌরসভার আওয়ামী লীগের প্রার্থী মেয়র আশরাফুল আলম আশরাফের নৌকা প্রতিকে ভোট দেবার জন্য আলোচনা সভায় যুবলীগ নেতা ফিরোজ শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।
এছাড়া উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলাম আশরাফ,উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী,মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল,উ পজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ,আওয়ামী লীগ নেতা আশরাফুল আলম লাল, আব্দুল হাই মিন্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইসরাইল হোসেন, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইদ্দিস আলী, মালিয়াট ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন সংগ্রাম,রায়গ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজেদুল হক লিটন সহ অনেকেই।