মোঃ ইব্রাহিম হোসেনঃ রাজধানীর কাফরুল থানার ১৬ নং ওয়ার্ড কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন (২০২০) অনুষ্ঠিত হয়েছে।
৬ অক্টোবর ২০২০ রোজ মঙ্গলবার বিকালে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কাফরুল থানার কচুক্ষেত ১৬ নাম্বার ওয়ার্ড কমিশনার কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব মাকসুদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হালিম খান।
এছাড়াও উপস্থিত ছিলেন, সমন্বয়কারী আব্দুর রহিম রতন এবং কাফরুল থানা সভাপতি সৈয়দ মোঃ কামাল হোসেন এবং সাধারণ সম্পাদক মোঃ মাহবুব হোসেন রিপন এবং মহানগর থানা ওয়ার্ডে নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে কাফরুল থানার ১৬ নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি পদে এস এম স্বপন এবং সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শামীম এর নাম ঘোষণা করা হয়।
দেশের কৃষির উন্নয়ন ও কৃষকের স্বার্থ রক্ষার জন্য স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকালীন থেকে কৃষকদের সংগঠিত করা, তাদের দাবি আদায় ও দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ কৃষক লীগ। এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন ১৫ আগস্টে শহীদ কৃষক নেতা আবদুর রব সেরনিয়াবাত।