মোঃ ইব্রাহিম হোসেনঃ
“কৃষক বাঁচাও-দেশ বাঁচাও” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি’র দিক নির্দেশণায় ফরিদপুর কানাইপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধান ও সবজি বীজ বিতরণ করা হয়েছে।
আজ ১১ নভেম্বর ২০২০ রোজ বুধবার ফরিদপুরের কানাইপুর আওয়ামী লীগের কার্যালয়ে কানাইপুর ইউনিয়ন কৃষক লীগ কর্তৃক আয়োজনে প্রধান অতিথি বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক এই বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন।
বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা কৃষক লীগের সভাপতি শেখ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড প্রদীপ কুমার লক্ষণ। আরো উপস্থিত ছিলেন, কানাইপুর ইউনিয়ন কৃষক লীগের নেতা-কর্মী সহ স্থানীয় সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রমুখ।