মোঃ ইব্রাহিম হোসেনঃ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক করোনা আক্রান্ত হয়েছেন।
২ অক্টোবর ২০২০ রোজ শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব। বিপ্লব বলেন, স্যার এখন পর্যন্ত সুস্থ আছেন, ভালো আছেন।করোনা পজিটিভ হওয়ায় স্যার হোম কোয়ারেন্টাইনে আছেন।
মাসুদুর রহমান বিপ্লব ও তার পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
৩ অক্টোবর ২০২০ রোজ শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া আওয়ামী লীগের কাযনির্বাহী কমিটির বৈঠককে সামনে রেখে বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহ করা হয়। এরপর শুক্রবার করোনার ফলাফল পজিটিভ আসে।