দৈনিক যুগান্তর পত্রিকার খুলনা ব্যুরোর সিনিয়র রিপোর্টার, দৈনিক ইনকিলাব পত্রিকা খুলনা ব্যুরোর সাবেক সিনিয়র রিপোর্টার মোস্তফা কামাল আহমেদ (৫২) আর নেই। করোনায় আক্রান্ত হয়ে তিনি বৃহষ্পতিবার দিবাগত রাত ২ টার দিকে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন।
তিনি গত এক সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন।বাড়িতে অক্সিজেন নিচ্ছিলেন। বৃহস্পতিবার তার করোনা পজিটিভের রিপোর্ট পাওয়া যায়। বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ করে অবস্থার অবনতি হলে প্রথমে খুলনার বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। তার মৃত্যুর সংবাদ পেয়ে রাতেই সহকর্মীরা হাসপাতালে ছুটে যান।
২০১৬ সালের ১ জুন তিনি যুগান্তরের যোগদান করেন। এর আগে ২০০৯ সালে তিনি দৈনিক ইনকিলাব পত্রিকায় খুলনা ব্যুরোতে সিনিয়র স্টাফ রিপোর্টার পদে কর্মরত ছিলেন। দৈনিক প্রবর্তন, দৈনিক প্রবাহসহ খুলনার বিভিন্ন আঞ্চলিক ও একাধিক জাতীয় দৈনিকে কাজ করেছেন তিনি। খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতৃত্ব দিয়েছেন তিনি।
তিনি নগরীর খালিশপুর থানার আলমনগর এলাকায় বসবাস করতেন। পিতা মৃত মনসুর আহমেদ। স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে খুলনা বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন গভীর শোক প্রকাশ করেছে।
আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।আল্লাহ মরহুম কে জান্নাতুল ফেরদৌস দান করুন – আমিন।