করোনার ভ্যাকসিন, রোহিঙ্গা পুর্ণবাসন, অর্থনৈতি মুক্তি ও দেশ উন্নয়ন কোনো অপপ্রচার প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবেনা : শেখ হাসিনা
Reporter Name
Update Time :
Tuesday, February 16, 2021
161 Time View
জনাব রবিউল আলমঃ দেশ আমার,জাতি আমার। প্রচার ও অপপ্রচারের মাথা ব্যাথা বহিঃবিশ্বের কিছু অপশক্তির। যুগে যুগে এই দেশ শোষণের,অত্যাচারে, গোলামীর শিকল পরে যারা অভ্যস্ত হয়ে আছে, তাদের কাছে স্বাধীনতা অর্থহীন। এ দেশ কেনো এগিয়ে যাচ্ছে, সেনা, বিমান, নৌ বাহিনী কেনো শক্তি অর্জন করছে। অস্ত্র ছাড়া বিশ্বকে উন্নয়নের পথ দেখাচ্ছে। মোড়লদের দেখতে ভালো লাগে না, বিশ্বকে অস্ত্রের ভাষা থেকে বিন্যপথের সন্ধান দাতার ভুমিকায় শেখ হাসিনা, অস্ত্র ব্যবসায়ীদের মাথায় হাত। মাথায় হাত বিজ্ঞাপনের জন্য আল-জাজিরা,বৃটিশ ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট সহ অপপ্রচারে বাক্স মিডিয়ার। প্রয়োজনীয়তা কোথায় ? শেখ হাসিনা দীর্ঘদিন হ্মমতায় থাকলে অস্ত্র ব্যবসায়ীদের, বিদেশি দালাল, বিশ্ব ব্যাংকের প্রয়োজনীয়তা কমে আসবে বিদায় পৃথিবীর নেতৃত্ব শুন্য করার পরিকল্পনা করে ওরা। ইতিমধ্যে বাঙালি জাতির পিতা সহ মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, গাদ্দাফি, সাদ্দাম, আনোয়ার সাদাত সহ পৃথিবীর অনেক উন্নয়নশীল দেশের নেতৃত্ব শুন্য করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্ব সন্ত্রাসীদের টার্গেট। আমাদের দেশিয় দালাল আগেও ছিলো, এখনো আছে নিজের দেশকে দুর্বল করার জন্য অন্যের চুলোয় তেল ডালে, জাতিকে বুচতে হবে। ভ্যাকসিন নিয়ে অনেক কথা হয়েছে। শেখ হাসিনার বিচহ্মনতার কথা বলা হয় নাই। সময় মত ভ্যাকসিন পাওয়া, বিনে পয়সায় দেওয়া, মানুষের কোনো হ্মতি ছাড়া। সকল অপপ্রচারের জবাব শেখ হাসিনাকে নিরবেই দিতে হয়েছে। এখানে উল্লেখ্য করতেই হচ্ছে, ২২০ টি দেশ ভ্যাকসিন দিলেও বিনে পয়সায় মাত্র ৬ টি। এর মাঝেই বাংলাদেশ। রোহিঙ্গা পুর্ণবাসনে ভাষান চর, ঠেকানোর চেষ্টা কম হয় নাই। শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্ব ও মানবতার কাছে সকল অপশক্তির পরাজয় হয়েছে। জয়ী হয়েছে মানবতা। একজন রোহিঙ্গাকে বাদ্র করতে হচ্ছে না। দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারছেনা বিশ্বের অপশক্তি। অপপ্রচার করে দেশপ্রেমি সেনাবাহিনীকে বিপথগামী করা যাবেনা। শেখ হাসিনার শক্ত, সত্য মনবল নষ্ট করা যাবেনা। বাঙালি একবার বিশ্বাস করলে জীবন থাকতে কোনো অপশক্তি অপপ্রচার সেই বিশ্বাসকে নষ্ট করতে পারেনা। ৭১ এর অর্জন ৩০ লহ্ম মানুষের রক্তের বিনিময় না খেয়ে অধ্যহারে অনাহারে।শেখ হাসিনাতো খাওয়া পরা,বাসস্থান, শিহ্মা সংস্কৃতি, শিল্প সাহিত্য সহ উন্নয়নের বাধাহীন বাংলার মানুষের মনের সম্রাট, আল-জাজিরার মনে রাখতে হবে।
লেখকঃ বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব ও রাজধানী মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড আওয়ামলী লীগের সভাপতি জনাব রবিউল আলম।