মোঃ ইব্রাহিম হোসেনঃ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন।
অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ফেইসবুকে লিখেছেনঃ
প্রিয় দেশবাসী,
আসসালামু আলাইকুম।
মহান আল্লাহ্র অশেষ রহমতে আমার করোনা (COVID-19) টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। আলহামদুলিল্লাহ।
আমি আমার দলের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, দলের সর্বস্তরের নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমার করোনা (COVID -19) পজিটিভ হওয়ার পরেই আমি আমার পুত্র সমতুল্য একমাত্র মেয়ের জামাই ডাক্তার নাজমুল ইসলাম এর পরামর্শ অনুযায়ী হোম কোয়ারান্টাইনে চিকিৎসাধীন ছিলাম।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমাকে আরো কিছু দিন হোম কোয়ারান্টাইনে থাকতে হবে।
আমি পুরোপুরি সুস্থ হয়ে আপনাদের সেবায় আবারও নিজেকে নিয়োজিত করতে চাই, আমার জন্য এবং আমার পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া করবেন।
সবাইকে ধন্যবাদ।
আল্লাহ সকলের সহায় হোন, আমিন।
উল্লেখ্যঃ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ৩ অক্টোবর ২০২০ রোজ শনিবার আওয়ামী লীগের কাযনির্বাহী কমিটির বৈঠককে সামনে রেখে বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহ করা হয়। এরপর শুক্রবার তার করোনার ফলাফল পজিটিভ আসে।