জনাব রবিউল আলমঃ
আজ পহেলা জানুয়ারী তাদের দু’জনেই জন্মদিন। জন্মদিনের শুভেচ্ছা। দেশ ও জাতির জন্য মজিব আদর্শ বুকে ধারন করে নিজেদেরকে উৎসর্গ করেছেন, তাদের মাঝে উল্লেখযোগ্য। কাছে থেকে দেখা হয় নাই, মনের কথা বলা হয় নাই। তবুও অনুভুতির মাঝে সদাজাগ্রত সৈয়দ আসরাফুল ইসলামের সেই বিক্ষাত উক্তি, আওয়ামীলীগ একটি অনুভুতির নাম। নিজেকে জাহির করতে চাইতেন না। সভা মঞ্চে বক্তব্য ছিলো অনেক ছোট, অল্প কথায় স্মরণীয়।
আজ আসরাফুল ইসলামের নামটাই অনুভূতির হয়ে উঠেছে। রাষ্ট্রপতি আব্দুল হামিদ রঙ্গ রসের গল্পে ভরা নারীবাদী বক্তব্যে মানুষের নাভিশ্বাস উঠিয়েছে। তার বক্তব্যের একটি লাইন ও মিস করতে চান না মজিব সৈনিকরা। কথার মালায় ও অল্প কথায় মানুষের মাঝে অনুভূতি জাগিয়ে তোলা যায়। কথার রাজনীতি ও রাজনীতির কথাকে সমন্বয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষের ভাগ্য উন্নয়নের যে কারিশমা দেখিয়েছেন, তাকে কীভাবে গ্রহন করবেন ? অনুভব অনুভূতি ছাড়া কী সম্ভব ? আওয়ামীলীগ একটি অনুভুতির নাম, সৈয়দ আসরাফুল ইসলাম বানীকে স্বার্থক রূপে আবিস্কার করেছেন শেখ হাসিনা। আপনার পয়ান ও জন্ম দিবশকে চির স্মরণীয় করে রাখবো, যতদিন এ দেহে প্রান আছে।
লেখকঃ বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব ও রাজধানী মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব রবিউল আলম।