ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক :
এসএসসি ভোকেশনাল (নবম-দশম) শিক্ষাক্রম সাধারণ শিক্ষাক্রমের (নবম-দশম) শ্রেণির সিলেবাসের পাশাপাশি কারিগরি বিষয়ে অর্থাৎ হাতে-কলমে জ্ঞান অর্জন মাধ্যমে নিজেকে দক্ষ করে গড়ে তোলে। আমাদের দৈনন্দিন জীবনে প্রায় সময় ছোটখাটো জিনিসপত্র মেরামতের প্রয়োজন হয়, কিন্তু সময় মত হাতের কাছে কাঙ্খিত লোক পাওয়া যায় না, আবার যাদের পাওয়া যায় তারা কাজে বেশি দক্ষ না, ফলে জিনিসপত্র ভাল করার পরিবর্তে অনেক সময় নষ্ট করে ফেলে ৷কিন্তু একজন এসএসসি ভোকেশনাল পাস শিক্ষার্থী হাতে কলমে জ্ঞান অর্জনের কারণে সে ঐ একটি বিশেষ কাজে পারদর্শী ও দক্ষ হয়ে ওঠে ফলে সে ঐ কাজটি কম সময়ে ও স্বল্প খরচে অধিক দক্ষতার সহিত সম্পন্ন করতে পারে ৷এতে করে একজন এসএসসি ভোকেশনাল পাস শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক শিক্ষা গ্রহনের পাশাপাশি নিজে উপাজর্ন করে নিজের পড়াশোনার খরচ নিজেই বহন করতে সক্ষম হয়। ফলে তাকে অন্যকারো মুখাপেক্ষী হতে হয় না ৷ সে নিজেই আত্ননির্ভরশীল হয়ে ওঠে এবং পড়াশুনা শেষ করে চাকরির পেছনে না ছুটে সে নিজের কর্মসংস্থান তৈরির পাশাপাশি আরো বহু লোকের কর্মসংস্থান তৈরি করতে পারে। যা আমার পৃথিবীর উন্নত দেশগুলোর দিকে তাকালে দেখতে পায় ৷
পৃথিবীর উন্নত দেশগুলো যেমন- জার্মানি, জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়ার মতো দেশগুলোর অধিকাংশ উন্নতির পেছনে রয়েছে এই কারিগরি শিক্ষা। জার্মানিতে কারিগরি শিক্ষায় শিক্ষিতের হার শতকরা ৬৬, সিংগাপুরে ৬৫, জাপানে ৬০, দক্ষিণ কোরিয়াতে ৪০ এবং মালয়েশিয়াতে ২৫ ভাগ ৷
এসএসসি ভোকেশনাল পাস শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক শিক্ষাক্রমে ( বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা ও এইচএসসি ভোকেশনাল, বিএম ও সরকারী / বেসরকারী পলিটেকনিকে ভর্তি হতে পারবে ) ৷
বিঃ দ্রঃ সরকারি পলিটেকনিকে ভর্তির জন্য সরকার কতৃক সংরক্ষিত কোটায় ভর্তি হতে পারবে।
ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক, শ্যামলী আইডিয়াল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ৷