জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের পক্ষেদ্রুত গড়ে তুলবেন ঐক্যমত,
অসাধারণ ছাত্রলীগই দেখাবে স্বপ্ন আগামী প্রজন্মের নতুন পথ।।
তাই আমাদের অসাধারণ ছাত্ররাই আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ,
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালীর ছাত্রলীগের আজও তারা একনিষ্ঠ স্বৎ।।
প্রধানমন্ত্রী ছাত্রলীগ নেতা কর্মীদের মাথায় আজও বুলিয়ে দিলেন হাত,
আজকের অসাধারণ প্রধানমন্ত্রী উন্নয়নের জন্য লড়ে যাচ্ছেন দিনরাত।।
বঙ্গবন্ধু ছাত্রদের সাথে নিয়েই আন্দোলন গড়ে তুলেছিলেন ৫২ সালে,
তাইতো বঙ্গবন্ধুর সেই ছাত্ররাই তার আদর্শ আজও বুকে নিয়ে চলে।।
শেখ হাসিনা বাবার আদর্শকে সন্মান দিয়ে আজও দেখেন স্নেহের চোখে,
অসাধারণ ছাত্র লীগের ছেলেরা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেছে বুকে।।
বঙ্গবন্ধু ছাত্র রাজনীতি শুরু করে ছিলেন স্কুলে বৃটিশ বিরোধী আন্দোলন,
জননেত্রী শেখ হাসিনা ছাত্র রাজনীতি করে আজও বুঝেন তাদের মন।।
অসাধারণ ছাত্রলীগ আবারও জেগে উঠুক জননেত্রী শেখ হাসিনার সাথে,
আজকের ছাত্র লীগ আছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালীর আদর্শের পথে।।
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার উন্নয়নের উপর পড়েছে সারাবিশ্ব বাসীর চোখ,
তাই এলিভেকেড এক্সপ্রেসওয়ে উদ্বোধনী অনুষ্ঠান সুন্দর সফল সার্থক হউক।।
মাননীয় প্রধানমন্ত্রী এভাবেই এগিয়ে যাবে উন্নয়নে সারাবিশ্ব করবে জয়,
শেখহাসিনার উন্নয়নে বিদেশি সেই প্রভুরাই বাহবা দিচ্ছে সারা বিশ্বময়।।
শেখ হাসিনা বিশ্বে তাক লাগিয়ে উন্নয়নের বন্যা আবারও দিলেন বইয়ে,
স্বপ্ন সংযোগের অগ্রযাত্রায় চলছে ঢাকায় এলিভেকেড এক্সপ্রেসওয়ে।।