January 19, 2025, 12:11 am
শিরোনামঃ
বাম গণতান্ত্রিক জোট ও আদিবাসী ফোরামের ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ছাত্ররা সরকার পতনের আন্দোলন করেনি, কোটাবিরোধী আন্দোলন করেছিল: বিএনপি নেতা খোকন রাজবাড়ীর পাংশায় যুবদল নেতার উপর গুলি চালানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল চোরদের আর কখনো ভোট দেবে না জনগণ : উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন অবিবেচকভাবে ভ্যাট বাড়ানো হয়েছে: ড. দেবপ্রিয় ভট্টাচার্য জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে সাজেদুল হক খান রনি ভ্যাট না বাড়িয়ে সরকারকে খরচ কমানোর পরামর্শঃ মির্জা ফখরুল ইসলাম আলমগীর মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান ছাত্রলীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক হলেন ছাত্রদল নেতা যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি আহত একজন

একুশ কি, একুশ হাজার বছরে হানিফ ও আইভীদের মতো নেতৃত্ব ফিরিয়ে দিতে পারবে ?

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Sunday, August 20, 2023
  • 140 Time View
এই অভাব পুরণ হবার নয়, নেতা হওয়ার ব্যাক্তিদের অভাব নাই। নেতৃত্ব রক্ষা করার জন্য জীবন দেওয়ার সংখ্যা হাতে গোনা যায়। বঙ্গবন্ধুর জন্য কর্ণেল জামিল ও শেখ হাসিনার জন্য মেয়র হানিফ, সম্পুর্ণ স্ব জ্ঞানে জীবনটা দিয়ে গেলেন। একুশে আগস্ট গেনেট হামলা মায়া হানিফ মানব ঢাল হয়েছিলেন। বিশ্বের ইতিহাসে সর্বোচ্চ ঘৃণিত, মানবতাহীন রাজনীতির শিকার হানিফ, পৈশাচিক কর্মকাণ্ডের রক্তাক্ত রাজপথ।এখনো শেখ হাসিনা স্বাভাবিক বিচারে আশায় অপেক্ষা করছেন।
আওয়ামীলীগ নেতা কর্মিদের ছিন্ন ভিন্ন লাশের টুকরো গুলো রাজপথ কে, রক্তে রঞ্জিত করেছে। পরে আছে এলোমেলো। সিটি করপোরেশনের পানির গাড়ীতে সব পাপ ধুইয়ে মুছে ফেলতে চেয়েছিলো বিএনপি জামাত। হাওয়া ভবনের ছিলো বিজয় আনন্দ। তখনো ইতিহাস রচিত হয় নাই। পচাত্তরের ১৫ আগস্ট যেই ইতিহাস ওরা লেখতে পারেনি, সেই ইতিহাস লেখতে চেয়েছিল। রাখে আল্লাহ মারে কে ? মানবতার রাজনৈতিক বেপাড়ীরা , মানবতা শিখাতে চায় , শেখ হাসিনা কে।
এগারো লক্ষ রোহিঙ্গা কে মানবিক সহায়তা করার পরে।
বিশ্ব মানবতার স্বীকৃতি পাওয়ার পরে পশ্চিমারা কোন মানবতার উদাহরণ টানতে চাইছে ? ইসরায়েলে হত্যার মিশন চলছে, আমেরিকায় প্রকাশ্যে গুলি চলছে। বিচার বহি ভুক্ত হত্যার ইতিহাস রেড ইন্ডিয়ান। আমেরিকার জন্মের ইতিহাস। পনেরোই আগস্ট, একুশে আগস্ট হত্যার ইতিহাস সৃষ্টি করারীদের সহায়ক আমেরিকা। আমি অভাগ হয়নাই। বৃটিশরা দেশ দখল করে ফকির হয়েছে।
আমেরিকা নেতৃত্ব শূন্য করে বাদশার সিংহাসনে,লুটেরা রাজনীতির মাধ্যমে। বৃটিশরাও আজ দাসত্বের শিকার। শেখ হাসিনা সেই দাসত্ব বরন করবেন না।বাঙালি জাতি দাসত্বের, গোলামির শিকল মুক্ত হয়েছে ১৯৭১ এ। সাগরে অশান্তির আগুন জ্বালাতে চাও ? প্রতিবেশীর ঘরে আগুন দিতে চাও ? মনে রাখবা, প্রতিবেশী ভারত আমাদের স্বাধীনতার অগ্র সহযোদ্ধা, ভুটান প্রথম স্বীকৃতি দাতা, নেপাল, শ্রীলংকা, মালদ্বীপ সহ শান্তি প্রতিষ্ঠায় শেখ হাসিনা,শান্তির প্রতিক, বাঙালি অকৃতজ্ঞ নয়।
যেই জাতি ভাষার জন্য জীবন দিতে পারে, স্বাধীনতার জন্য প্রান, মুক্তির জন্য কি করতে পারে ? আমেরিকা কে আর একবার নতুন করে ভাবতে হবে। পাকিস্তান, আফগানিস্তান, ফিলিস্তিনি নয়, বাংলাদেশ। বাঙালির জাতি সত্তা, অস্তিত্ব রক্ষার জন্য বিশ্বকে উজ্জীবিত করতে পারে। পনেরোই আগস্ট, একুশে আগস্ট সৃষ্টি কারীদের ক্ষমা করতে পারে না। হে বন্ধু, বাঙালিকে খোঁচা দেওয়ার চেষ্টা করো না।
লেখকঃ বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব, রাজধানী মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের চলতি দায়িত্ব প্রাপ্ত সভাপতি ও খাস খবর বাংলাদেশ পত্রিকার সম্মানিত উপদেষ্টা মন্ডলী জনাব রবিউল আলম।
শেয়ার করুন
More News Of This Category
ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102