October 5, 2024, 2:52 pm
শিরোনামঃ
৯ অক্টোবর পর্যন্ত অপেক্ষায় থাকতে জামায়াতের আমিরের অনুরোধ বিচার না করে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না: হাসনাত আব্দুল্লাহ কালুখালীতে দূর্গাপূজা উপলক্ষে বিএনপির আলোচনা সভা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উন্নয়ন, রাজনীতি, নাগরিক সুখ স্বাচ্ছন্দ, জিডিপিঃ আঃ রহমান শাহ্ খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা অপরাধীদের মদদদাতাদের বিচার একদিন বাংলার মাটিতে হবেই: জাহাঙ্গীর কবির নানক ৫ বছর পর জুমার খুতবা, মুসলমানদের উদ্দেশে যে বার্তা দিলেন আয়াতুল্লাহ আলী খামেনি দুই মাসে ‘মব জাস্টিস’ এর নামে বিচারবহির্ভূত হত্যার শিকার ৪৯ জন বাউফলের সরকারি কবরস্থানে অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

একটি পতাকার জন্যে মোরা যুদ্ধ করি, একটি ফুলকে বাচাবো বলে যুদ্ধ করি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Wednesday, November 24, 2021
  • 204 Time View
জনাব রবিউল আলমঃ
তিরিশ লক্ষ শহিদ, দুই লক্ষ চুয়াত্তর হাজার মা-বোনের সম্ভমহানীর বিনিময় অর্জন জাতীয় পতাকা, একটি মানচিত্র। ক্রিকেট খেলার জন্য এ মাটি মায়া যাদের বুকে ধারন করতে পারলো না, মুক্তিযুদ্ধে আত্নদানকারীদের সম্মান করতে জানলো না। তারা এই মাটি পাকিস্তানের পতাকা উড়াইতে পারে না। দেশের জয়ে আনন্দ,পরাজয়ে চোখের পানি ফেলতে পারলো না। তারা এই মাটিতে থাকার অধিকার বঞ্চিত হবে। দেশদ্রোহীতার অপরাধে জবাবদিহিতা করতে হবে। না হয় এই মাটির অধিকার রক্ষার দায়ীত্ব যারা নিয়েছেন, তাঁদেরকে জবাবদিহি করতে হবে। আমার পতাকার প্রতিনিধিত্ব করেন দেশের সংস্কৃতি ও ক্রিড়াঙ্গন। প্রতিযোগীতা থাকবে জয় পরাজয় থাকবে। আমি হাসবো, আমি কাঁদবো। তাই বলে কি ভিনদেশী পতাকা নিয়ে নাচবো ? ক্রিকেট প্রেমি কিশোরদের হাতে পাকিস্তানের পতাকার মাঝে আমি গভির যড়যন্ত্র লক্ষ্য করছি। লক্ষ্য করছি তালেবানী মনোভাব। বিষয়টা হাল্কা করে নেওয়ার মতো নয়। অঙ্কুরেই সমাধান ও সচেতনতা সৃষ্টি করতে না পারলে, না করলে, হিতে বিপরিত হতে পারে। ভারত পাকিস্তান খেলায় পাকিস্তানি পতাকা প্রদর্শনের জন্য দেশদ্রোহী মামলা হয়েছে, দেশপ্রেম নিয়ে প্রশ্ন উঠেছে। আমাদের স্বাধীনতাকে যারা প্রশ্নবিদ্ধ করলো, তারা কেনো জবাবদিহিতার উর্দ্দে ? একটি নজির সৃষ্টি করুন জবাবদিহিতার। না হয় প্রশাসনের দেশপ্রেম নিয়ে প্রশ্ন উঠবেই।
লেখকঃ বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব ও রাজধানী মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব রবিউল আলম।
শেয়ার করুন
More News Of This Category
ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102