একটি পতাকার জন্যে মোরা যুদ্ধ করি, একটি ফুলকে বাচাবো বলে যুদ্ধ করি
রিপোর্টারের নাম
আপডেট সময় :
Wednesday, November 24, 2021
204 Time View
জনাব রবিউল আলমঃ
তিরিশ লক্ষ শহিদ, দুই লক্ষ চুয়াত্তর হাজার মা-বোনের সম্ভমহানীর বিনিময় অর্জন জাতীয় পতাকা, একটি মানচিত্র। ক্রিকেট খেলার জন্য এ মাটি মায়া যাদের বুকে ধারন করতে পারলো না, মুক্তিযুদ্ধে আত্নদানকারীদের সম্মান করতে জানলো না। তারা এই মাটি পাকিস্তানের পতাকা উড়াইতে পারে না। দেশের জয়ে আনন্দ,পরাজয়ে চোখের পানি ফেলতে পারলো না। তারা এই মাটিতে থাকার অধিকার বঞ্চিত হবে। দেশদ্রোহীতার অপরাধে জবাবদিহিতা করতে হবে। না হয় এই মাটির অধিকার রক্ষার দায়ীত্ব যারা নিয়েছেন, তাঁদেরকে জবাবদিহি করতে হবে। আমার পতাকার প্রতিনিধিত্ব করেন দেশের সংস্কৃতি ও ক্রিড়াঙ্গন। প্রতিযোগীতা থাকবে জয় পরাজয় থাকবে। আমি হাসবো, আমি কাঁদবো। তাই বলে কি ভিনদেশী পতাকা নিয়ে নাচবো ? ক্রিকেট প্রেমি কিশোরদের হাতে পাকিস্তানের পতাকার মাঝে আমি গভির যড়যন্ত্র লক্ষ্য করছি। লক্ষ্য করছি তালেবানী মনোভাব। বিষয়টা হাল্কা করে নেওয়ার মতো নয়। অঙ্কুরেই সমাধান ও সচেতনতা সৃষ্টি করতে না পারলে, না করলে, হিতে বিপরিত হতে পারে। ভারত পাকিস্তান খেলায় পাকিস্তানি পতাকা প্রদর্শনের জন্য দেশদ্রোহী মামলা হয়েছে, দেশপ্রেম নিয়ে প্রশ্ন উঠেছে। আমাদের স্বাধীনতাকে যারা প্রশ্নবিদ্ধ করলো, তারা কেনো জবাবদিহিতার উর্দ্দে ? একটি নজির সৃষ্টি করুন জবাবদিহিতার। না হয় প্রশাসনের দেশপ্রেম নিয়ে প্রশ্ন উঠবেই।
লেখকঃ বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব ও রাজধানী মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব রবিউল আলম।