একজন সাদাসিধে মনোভাবী ব্যক্তিত্ব জননেতা তারেক রহমানঃ আবিদ আহানাফ কনক
Reporter Name
Update Time :
Sunday, November 22, 2020
294 Time View
আবিদ আহানাফ কনকঃ যদি আপনি মন থেকে বিশ্বাস করেন তাহলে নিজেই প্রমাণ পেয়ে যাবেন।বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং দল গুলোর মাঝে লক্ষ্যে করুন এবং ওই দলের ভাবমূর্তি যার হাতে তাকেও ফলো করুন আর চিন্তা ভাবনা করে বলুন। আসলে সত্যিই অসাধারণ মনোভাবী দেশপ্রেমিক এদেশের জনগণের কল্যাণে একজন গুণী মানুষ জননেতা জনাব তারেক রহমান সাহেব নয় কি।
রাজনীতি যারা করেন তাঁদের থেকে ভিন্ন ধরনের মনোভাবী ভদ্র ইমেজের একজন গুণী মানুষ জননেতা জনাব তারেক রহমান সাহেব।অথচ তিনি কিন্তু রাজনৈতিক পরিবারের একনিষ্ঠ সন্তান তারপরও রাজনীতিবিদদের মতো ছলচতুরি উনার মাঝে নাই। তবে বিভিন্ন জনের রাজনীতির ধরন ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তবে উনার রাজনৈতিক চিন্তা ভাবনা দলকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে নয় বরং উনার চিন্তা ভাবনা চেতনা পুরোই এদেশের মানুষের দুর্ভোগ দুর্দশা দূরীকরণে উদ্যোগী ভূমিকায় অবতীর্ণ হওয়া।এদেশের রাজনৈতিক নেতারা বিভিন্ন ধরনের কৌশল চতুর্বিধ অবলম্বন করে দেশের মধ্যে অশান্তির সৃষ্টি করে থাকেন সেখান থেকে একজন তারেক রহমান সাহেব এদেশের জনগণের কল্যাণের চিন্তা ভাবনা আগে করে থাকেন।
একজন আদর্শিক রাজনীতি অথবা দেশপ্রেমিক জনগণের ভালোবাসার সৈনিকও আপনারা বলতে পারেন।আপনারা প্রায়ই সময় কিছু কথা বা বক্তব্য দিয়ে থাকেন আর সেটা হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কেনো নিজ দলের উন্নয়নে সচেতনতা ও দক্ষতার পরিচয় দিচ্ছেন না। আর আমি বলছি আপনাদের যারা এমনটা ভাবছেন বা মনে করেন তারা একবার উপলব্ধি করুন বিএনপির যে জনসমর্থন আছেন তাতে করে জননেতা জনাব তারেক রহমান সাহেব একবার ডাক দিলে কোটি কোটি জনগণ নেমে আসবে বাংলার জমিনে।তারপরও জননেতা তারেক রহমান সাহেব করেন না কেনো জানেন এই দেশ ও মা মাটি কে মনে প্রাণে বিশ্বাস করে এবং গভীর ভাবে ভালোবাসে যে কারণে চাই না এই মা মাটির বুকে অশান্তি আঁকড়ে ধরুক এবং ভালোবাসার জনগণের যেনো কোনো সমস্যা না হয়। এই বিশাল মনের অধিকারী ভদ্র ইমেজের একজন গুণী রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারপরও তিনি রাজনৈতিক দল গুলোর মতো নোংরা রাজনীতি চতুর্দশ রাজনীতি করেন না ধৈর্য ধারণ করে দূর প্রবাসে বসে আছেন এদেশের মানুষের দুর্ভোগ দুর্দশা দূরীকরণে প্রতিনিয়ত বিএনপির নেতাকর্মীদের উত্সাহিত করে চলেছেন সহ মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন। আমি যতগুলো ভিডিও কনফারেন্স দেখেছি কখনোই উনি বিএনপি কে নিজের দল বলে দাবি করে নাই সবসময়ই বলেছেন বিএনপি এদেশের জনগণের দল এদেশের মানুষের দুর্ভোগ দুর্দশা দূরীকরণের দল।বিএনপি এদেশের গণতন্ত্রের দল আমরা সবাই এই বিএনপি পরিবারের এক একটি কর্মী। চিন্তা করুন তো যিনি বিএনপি দলের ভবিষ্যত নির্ভরতার প্রতীক তিনিই বলছেন তিনি একজন কর্মী এই বিএনপি দলের। এর থেকে সাদাসিধে মনোভাব আর কি হতে পারেন।