মোঃ ইব্রাহিম হোসেনঃ সোমবার (১৬ সেপ্টেম্বর) হিজরি সনের ১২ রবিউল আউয়াল। পবিত্র ঈদে মিলাদুন্নবী। ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে জন্ম নেন মহানবী হযরত মুহাম্মদ (সা.) এবং ৬৩২ খ্রিষ্টাব্দের একই দিনে তিনি ইন্তেকাল করেন। বাংলাদেশসহ বিশ্ব মুসলিম সম্প্রদায় এ দিনটি বিশেষ মর্যাদায় পালন করে থাকে। ধর্মপ্রাণ মুসলমানরা কুরআন তিলাওয়াতসহ নফল ইবাদতের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করেন।
১২ রবিউল আউয়াল দিবসটি উপলক্ষে সোমবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক শরীফ উদ্দীন জুয়েলের উদ্যোগে রাজধানী গুলশানের কালাচাঁদপুর সরকারি হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়াল।
সভাপতির বক্তব্যে মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েল মহানবী হযরত মুহাম্মদ (সা.) -এর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবনে তা বাস্তবায়ন করার ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া সভায় উপস্থিত থেকে গুলশান থানাধীন ১৫টি মসজিদের পেশ ইমাম রাসুলুল্লাহর (সা.) জীবন ও কর্মের ওপর আলোচনা করেন।