খাস খবর বাংলাদেশঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সব ধাপের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ওই এলাকায় নতুন কোন উন্নয়ন প্রকল্প অনুমোদন না করার নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ ১২ মার্চ ২০২১ রোজ শুক্রবার নির্বাচন কমিশনের উপ-সচিব (নির্বাচন পরিচালনা শাখা-২) আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। এতে প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি পরিপন্থী কোনো কার্যক্রম না করতেও বলা হয়েছে।
তফসিল অনুযায়ী, আগামী ১১ এপ্রিল প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের ভোট হবে। বাকি ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন কয়েক ধাপে শেষ করবে নির্বাচন কমিশন।
আদেশে বলা হয়, তফসিল ঘোষণার তারিখ থেকে নির্বাচনের ফল সরকারি গেজেটে প্রকাশ পর্যন্ত প্রার্থী কোনো চাঁদা বা অনুদান দিতে বা অঙ্গীকার করতে পারবেন না। এ বিধান লঙ্ঘন দন্ডণীয় অপরাধ হিসেবে গণ্য হবে। একইসঙ্গে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ওই এলাকায় নতুন সব অনুদান স্থগিত, উন্নয়নমূলক প্রকল্প অনুমোদন বা অর্থ অবমুক্ত না করতে সরকারের কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এটি প্রজ্ঞাপন দেবার সময় থেকে কার্যকর বলে ইসি সূত্র জানিয়েছে।