মোঃ ইব্রাহিম হোসেনঃ ঝিনাইদহ সদরের ১৪ নং ঘোড়শাল ইউনিয়নের আওয়ামী লীগ থেকে নৌকা প্রতিক নিয়ে তৃতীয় বারের মতন চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোঃ পারভেজ মাসুদ লিল্টন আজ ২৮ ডিসেম্বর ২০২১ রোজ মঙ্গলবার সামাজিক যোগাযোগ ফেসবুকে একটি খোলা চিঠির মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, জনাব আনোয়ারুল আজীম আনার (সংসদ সদস্য, ঝিনাইদহ-৪) ও ১৪ নং ঘোড়শাল ইউনিয়নবাসী সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া কৃতজ্ঞতা প্রকাশের চিঠিটি হুবুহু নিম্নে দেওয়া হলঃ
আলহামদুলিল্লাহ, মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে ও সকলের দোয়ায় ৩য় বারের মতো এই মহান চেয়ারে অধিষ্ঠিত হয়েছি।
১৪ নং ঘোড়শাল ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ এ আমার প্রিয় অভিভাবক জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন জনাব আনোয়ারুল আজীম আনার ভাই (সংসদ সদস্য,ঝিনাইদহ-৪), আমার ছোট ভাই অলিমপিক হোসেন,আমার পরিবার, আমার শুভাকাঙ্ক্ষীগণ ও আমার প্রিয় গ্রামবাসীসহ এই ইউনিয়ন অধিকৃত গ্রামগুলোর প্রিয় অধিবাসী যাঁরা আমাকে এই বিজয় ছিনিয়ে আনতে তাঁদের মূল্যবান সময়, শ্রম-প্রচেষ্টা ও বিভিন্নভাবে সাহায্য করেছেন আমি তাঁদের প্রতি চির কৃতজ্ঞ।
আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমাদের ওপর অর্পিত ক্ষমতার অপব্যবহার যেন না হয়। ক্ষমতার দম্ভে কেউ নিজের অবস্থান ভুলে যাবেন না। আমাদের এই ক্ষমতা মানুষকে শান্তির ঘুমের নিশ্চয়তা দিক! আমাদের এই ক্ষমতা শীতের রাতে মানুষকে শান্তির উষ্ণতা দিক! আমাদের এই ক্ষমতা অনাহারীর মুখে খাবার দিক! আমাদের এই ক্ষমতা অসহায়ের সহায়ত্ব দান করুক! আমাদের এই ক্ষমতা ভীতুকে নির্ভীক করুক! আমাদের এই ক্ষমতা শান্তি-শৃঙ্খলা ও সাম্যের গান শোনাক! আশা রাখি, সকলে ক্ষমতার যথার্থ ব্যবহার করবেন।
প্রকৃতপক্ষে এ বিজয় আমার একার নয়, এ বিজয় ইউনিয়নবাসীর প্রতিটি প্রাণের। এ বিজয় উৎসবের আভা ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে।
আমাদের যাত্রা শুরু হোক শান্তি ও ন্যায়ের পক্ষে।
সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি!
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।