ষ্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে জামায়াত সমর্থিত প্রার্থী অধ্যাপক গোলাম ফারুক চশমা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৪ হাজার ৫৩৯ ভোট।
২০ সেপ্টেম্বর ২০২১ রোজ সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টার পর্যন্ত ভোটগ্রহণ শেষে এ ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী (নৌকা) সুভাষ সেন পেয়েছেন ৩ হাজার ৮৬৫ ভোট।
এ ছাড়া স্বতন্ত্রপ্রার্থী শেখ আ: আজিজ মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৪২৯ ভোট। আনারস নিয়ে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর পেয়েছেন ৭৪৩ ভোট।