জনাব রবিউল আলমঃ
নৌকার পরাজয় নিয়ে আলোচনা-সমালোচনার সুযোগ করে দেওয়া হয়েছে। নৌকাকে তামাশা করা হয়েছে, এ কোন রাজনৈতিক গোলকধাঁধায় ? একজন নৌকায়, দশজন তার বিরুদ্ধে নির্বাচনে ধারায় । মাছে ভাতে হানিফ, জাহাঙ্গীর ফিনিক্স। মায়ার ভড়া ভাণ্ডার, নৌকার কাণ্ডার।আরে ভাই, আরে ভাই। মিডিয়ায় নৌকার পরাজয় দেখায় বার বার । তবুও কি হুশে, না-কি নৌকা নিয়েই বেহুশ ? জয় পরাজয় নিয়ে হতাশায়। জয়ীরা চিরকালের স্বপ্ন দেখে। পরাজিতরা লজ্জা নিয়ে মাঠ ছাড়ে। আরে ভাই, আরে ভাই, নৌকা ওলার খবর কে রাখে ? সবাই এখন ক্ষমতায় থাকতে জাহাঙ্গীরের মত হেফাজত খুজে, নির্বাচিত হওয়ার পরে। তবু ইউনিয়ন পরিষদের নৌকার প্রতিপক্ষ আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ সহ লীগ পরিবার নৌকার পরাজয় কামনা করে এবং নৌকার পরাজয়ে উল্লশীত। বাংলার স্বাধীনতার ও গনমানুষের অধিকার আদায়ের প্রতিক নৌকাকে নিয়ে তামাশা করা হচ্ছে। ইউনিয়ন পরিষদের নৌকা এবং নৌকা দেওয়ার পরামর্শ দাতা, মনোনয়ন দাতাদের চিহ্ন করতে হবে, যাদের মনোনয়নের সবগুলো চেয়ারম্যান প্রার্থী নৌকা নিয়ে পরাজিয় হয় এবং নৌকাকে পরাজিত করেছে।
লেখকঃ বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব ও রাজধানী মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব রবিউল আলম।