January 25, 2025, 6:28 pm
শিরোনামঃ
রাজধানী মোহাম্মদপুরে শীতার্তদের মাঝে বিএনপি নেতার কম্বল বিতরণ রাজবাড়ীতে মাইক্রোবাস চাপায় মোটরসাইকেল আরোহি নিহত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল গঠন হলে জনগণ হতাশ হবে: তারেক রহমান আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না: মাহফুজ আলম বাউফলে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলায় বাউফল প্রেসক্লাব চ্যাম্পিয়ন কালুখালীতে চাঁদা না পেয়ে কলেজের প্রভাষক স্ত্রী, শ্বশুর ও শ্বাশুড়িকে কুপিয়ে যখম, আটক-৩ ছাত্র-জনতা আন্দোলনে জামায়াত নেতারা কি শরীক ছিল ? প্রশ্ন এ্যাড. জহিরুল ইসলাম অপু নির্বাচিত সরকার গঠনে এত গড়িমসি কেন? প্রশ্ন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আওয়ামী লীগকে চাইলেও নতুন দলের উত্থান চায় না বিএনপিঃ হাসনাত আবদুল্লাহ আন্দোলন দমাতে গোয়েন্দা ব্যর্থতা ছিল: ইন্ডিয়ান এক্সপ্রেসকে আসাদুজ্জামান খান কামাল

আ. লীগ যেখান থেকে চাঁদা নিত, এখন বিএনপি রেটও বাড়িয়েছে সেখান থেকে নেয়: কাদের সিদ্দিকী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Saturday, December 7, 2024
  • 36 Time View

নিজস্ব প্রতিবেদকঃ কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আওয়ামী লীগ যে দোষে সর্বহারা হয়েছে, সরকার পতনের পর বিএনপি কিন্তু ওই দোষই করছে। জামায়াত কিন্তু বেবিস্ট‌্যান্ড, টেম্পুস্ট্যান্ড দখল করে নাই, বাজার দখল করে চাঁন্দা (চাঁদা) উঠায় নাই, এটা কিন্তু বিএনপি করছে। আগে আওয়ামী লীগ যেখান থেকে চাঁদা নিত, এখন বিএনপি সেখান থেকে চাঁদা নেয়। চাঁদার রেট হয়তো বাড়িয়ে দিয়েছে। বন থেকে যেটুকু নেওয়ার নেয়, থানা থেকে যে ভাগ নেওয়ার নেয়। যেখানে যে ভাগ পাওয়া যায় সব নেয়। কিন্তু জামায়াত নেয়নি। সব স্কুল-কলেজের সভাপতি বিএনপির।

আজ ৭ ডিসেম্বর ২০২৪ রোজ শনিবার বিকেলে টাঙ্গাইলের সখীপুরে নিজ বাসভবনের সামনে কৃষক শ্রমিক জনতা লীগের উপজেলা শাখার বর্ধিত সভায় তিনি এসব কথা ব‌লেন।

কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনার আওয়ামী লীগ হলে চলবে না, আওয়ামী লীগ হইতে হবে মওলানা ভাসানীর। আওয়ামী লীগ হইতে হবে বঙ্গবন্ধুর, শেখ হাসিনার না। কত অত্যাচার করলে, মানুষকে কত অবহেলা করলে আল্লাহর তরফ থেকে গজব পড়ে, সেটাই হাসিনার ওপরে হয়েছে। কিন্তু হাসিনার জন্য অন্য মানুষ যে কষ্ট করছে সেটাও আল্লাহকে দেখতে হবে। আমি নিশ্চিত আল্লাহ সেটাও দেখবেন। কেউ যদি মনে করেন স্বাধীনতাকে মুছে ফেলবেন, বঙ্গবন্ধুকে মুছে ফেলবেন, কাদের সিদ্দিকীকে মুছে ফেলবেন তিনি আহাম্মকের স্বর্গে বাস করেন। স্বাধীনতা থাকলে আমরা থাকবো। যে ষড়যন্ত্র হচ্ছে এটাও ভালো না। ভারত যেটা করছে সেটাও ভালো না। আমেরিকা কবে জানি বলছে শেখ হাসিনাকে বসিয়ে দেবে, তার নাম কি ট্রাম্প, ট্রাম্প না তার বাপেও পারবে না। আমরা আমেরিকা না, বাংলাদেশ। কি‌সিঞ্জারও চেষ্টা ক‌রে‌ছি‌লেন পা‌রে নাই, আমরা বিজয় অর্জন ক‌রে‌ছি। আমা‌দের দুর্ভা‌গ্যে স‌ঠিক নেতৃত্ব নাই, কর্তৃত্ব নাই, সেজন‌্য আমরা অসহায় প‌ড়ে‌ছি।

সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস ছবুর খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ আব্দুল্লাহ, দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু সালেহ হিটলু, সখীপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব প্রমুখ।

শেয়ার করুন
More News Of This Category
ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102