কয়েকদিন আগে নিজের ফেসবুক পেইজে দুই বাংলার জনপ্রিয় গায়ক, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক কবির সুমনের কথা ও সুরে গান গাইবেন এমন একটি পোষ্ট দিয়েছিলেন কুমিল্লার কৃতি সন্তান বাংলাদেশের সংগীত জগতের যুবরাজ খ্যাত আসিফ আকবর।
বাংলা সংগীতে অন্যরকম এক আবেগীয় নাম কবির সুমন। তার গাওয়া অনেক গান মানুষ মন থেকে মুছে ফেলতে পারেনি। বিভিন্ন আন্দোলন সংগ্রামে কবির সুমনের গান প্রতিবাদের হাতিয়ারও হয়ে ওঠে।
এবার সেই কবির সুমনের কথা ও সুরে গান গাওয়াটা যেমন শিল্পী আসিফের নতুন চমক বলা যায়। গানটির সংগীতায়োজন করছেন এদেশের সংগীত ব্যক্তিত্ব শওকত আলী ইমন। এটাও আসিফের জন্য আরেক চমক।
গানওয়ালা, তোমাকে চাই এর নন্দিত গায়ক কবির সুমনের লেখা ও সুরের গানটির শিরোনাম ‘সিরিয়ার ছেলে’। একটি অনলাইন নিউজপোর্টালকে আসিফ নিজেই জানালেন এই গানটির বিষয়ে। গানের কয়েকটি লাইনও তুলে ধরেছেন তিনি। কথাগুলো এমন- ‘কে তোমার আম্মা কে তোমার বাবা, কাদের বোমায় ছিল যুদ্ধের থাবা, কাকে বলে ছেলেবেলা জানতে কি পেলে, তিন বছরের সেই সিরিয়ার ছেলে।’
নতুন এই গান প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘আমার কাছে অনুভূতির সর্বোচ্চ জায়গা মানবপ্রেম। শ্রদ্ধেয় কবির সুমন সেরকম একটি অনুভূতির গান লিখলেন। সিরিয়ার সেই শিশুটি যে বলেছিল আল্লাহর কাছে বিচার দিবে, তাকে নিয়ে গানটি। অদ্ভূত আবেগপূর্ন গানটি সুর করে পাঠিয়ে দিয়েছেন গানওয়ালা।
আরো আনন্দের ব্যাপার আমার ওস্তাদ সঙ্গীত ব্যক্তিত্ব শ্রদ্ধেয় শওকত আলী ইমন ভাই রাজী হয়েছেন গানটির সঙ্গীত আয়োজনের করতে। একটা ভাল গানের অংশীদার হতে যাচ্ছি, বাকী আল্লাহর ইচ্ছা।’