March 23, 2023, 11:51 am
শিরোনামঃ
জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত নাঈমুল হাসান রাসেল উত্তাল মার্চের গনহত্যার স্বীকৃতি ও পাকিস্তান বাহিনীর বিচার বেলাবো-মনোহরদী আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী হচ্ছেন তুলি রাজবাড়ীতে দশ গ্রাম হেরোইন সহ মিলন কসাইকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ১/১১ সরকার বাংলার মাটিতে কায়েম হতে দেয়া হবে নাঃ জাহাঙ্গীর কবির নানক ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত রমজানের পবিত্রতা রক্ষায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রন করুন : বাংলাদেশ ন্যাপ সমস্যার আগে সমাধান করলে নাকি রাজনীতি অর্থবহ হয় না  রাজধানী মোহাম্মদপুর টাউন হলে, ‘মুনিয়া ফাস্টফুড কর্নার’নামের নতুন ফাস্টফুডের দোকান উদ্বোধন ঝিনাইদহ ইসলামী ব্যাংকের সুদ করবারি আবু সাঈদ এখনো বহাল তবিয়তে

আল্লাহ আপনাকে কবে ফেরেশতা বানাল, ফখরুলকে ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : Saturday, January 28, 2023
  • 49 Time View

খাস খবর নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে বলেছেন, ‘আপনি কি আল্লাহর ফেরেশতা, আজরাইল কার পেছনে ঘুরছে আপনি কি করে জানেন? ফখরুল সাহেব আল্লাহ আপনাকে কবে ফেরেশতা বানাল?’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মতো এবারও বিএনপির নেতৃত্বে যে ৫৪ দলীয় জোট হয়েছে, তা খুব বেশিদিন থাকবে না বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির আন্দোলন ‘রিমোট কন্ট্রোলে চলে’ এবং দলটির রাজনীতি বিদেশি নিষেধাজ্ঞানির্ভর হয়ে পড়েছে বলেও মন্তব্য তার।

২৭ জানুয়ারি ২০২৩ রোজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখা এবং সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

টকশোতে গিয়ে বিএনপি নেতারা ‘পথহারা পথিকের মতো’ কথা বলেন, মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘কী করবে, কী বলবে, কী কর্মসূচি দেবে এ নিয়ে ৫৪ দল, ৫৪ পদ, ৫৪ মত। এ দল ছোট হয়ে আসবে, বেশি দেরি নেই। বামে-ডানে একাকার। অতি বাম, অতি ডান। এই দৃশ্যপট থাকবে না। গতবারও দেখেছি। ২১ দলীয় জোট শেষ পর্যন্ত জোটের নেতা কামাল হোসেনই আউট। এখন তো অদৃশ্য রিমোট কন্ট্রোলে বিএনপি চলে।’

‘বিএনপি জোটের আন্দোলন চলে রিমোট কন্ট্রোলে অদৃশ্য নির্দেশে। আর বিদেশিরা কখন সরকারকে নিষেধাজ্ঞা দেবে, তাদের ওপর নির্ভর করে তাকিয়ে আছে। লবিং করছে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য। জনগণ নেই, এখন নিষেধাজ্ঞা এবং অদৃশ্য ইশারায় তাদের রাজনীতি। এই অবস্থায় তারা এসে গেছে।’

আওয়ামী লীগ বিএনপিকে দুর্বলভাবে না, জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগবিরোধী সকল শক্তি এবং বেশকিছু অপশক্তি এখানে জোট গঠন করেছে বিএনপির নেতৃত্বে। আমরা কর্মসূচি চালিয়ে যাব আমাদের লক্ষ্যকে সামনে রেখে। ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের যে রূপকল্প ঘোষণা করা হয়েছে, তার বাস্তবায়ন আমরা করে যাব।’

এ সময় তার মৃত্যু নিয়ে গুজব ছড়ানোর বিষয়টি তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘আমাকে তো কয়দিন ধরে মারছে। এখন আবার হাসপাতালে পাঠাচ্ছে। গভীর রাতে ফোন আসে, আপনি কি হাসপাতালে? আমি বলি, না, আমি তো বাসায়। আবার ফোন করে বলে কয়েকদিন আগে, বেঁচে আছেন, ভাই? কেন? আমরা তো শুনেছি আপনি মরে গেছেন। আমাদের ইন্তেকাল পর্যন্ত তারা করিয়ে ফেলেছে। কয়েকবার এমন ঘটনা ঘটেছে। এখন আজরাইল লাগায় দিছে। আজরাইল সরকারের পেছনে ঘুরঘুর করছে।’

‘ফখরুল সাহেব আল্লাহ কবে আপনাকে ফেরশেতা বানালো? অথবা নবী বানালো? কেউ কি জানে? কেউ জানে না। সব আজগুবি খবর, নষ্ট রাজনীতি। এই নষ্ট রাজনীতি এবং নষ্ট কথা তারাই বলে। কি ভয়াবহ! কোনো দেশের রাজনীতিতে এই সংষ্কৃতি কি আছে প্রতিপক্ষকে মেরে ফেলছে। এই গুজব ছড়ানো হচ্ছে। এরকম ভয়াবহ গুজব ছড়ায়। এটা বিএনপি এবং তাদের দোসররাই করে। এখন আজরাইলের খবর থেকে আমার এ কথাই মনে হচ্ছে।’

জিয়াউর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, মির্জা ফখরুলের অপর এক মন্তব্যের জবাবে তিনি বলেন, ‘এটা কেমন করে হলো? এটা তো শুনিনি। জানি না। এই আজগুবি আওয়াজ কোথা হতে দেয়? ফখরুল মাঝে মাঝে এমন উদ্ভট কথা বলে। জিয়াউর রহমান পারলে আওয়ামী লীগকে ধ্বংস করে দেয়। পঁচাত্তরের হত্যাকাণ্ড ঘটানোই হয়েছে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধকে শেষ করার জন্য। তিনি করবেন আওয়ামী লীগ প্রতিষ্ঠা?’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Dairy and pen distribution

ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102