খাস খবর বাংলাদেশ ডেস্কঃ ১৪ ডিসেম্বর সোমবার বাংলাদেশ খেলাফত মজলিসের পল্টনস্থ দারুল খিলাফাহ মিলনায়তনে, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সদ্য পরলোকগত মুহতারাম মহাসচিব, বেফাক্বুল মাদারিসিল আরাবিয়্যার সিনিয়র সহ-সভাপতি, জামিয়া বারিধারার মুহতামিম ও শাইখুল হাদীস আল্লামা নূর হুসাইন ক্বাসিমী (রা.) ‘র স্মরণে তাঁর জানাযাহ পরবর্তী এক তাৎক্ষণিক দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে মুনাজাত পরিচালনা করেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলী। উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ, মাওলানা আতাউল্লাহ আমীন,কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারূনুর রাশীদ ভূঁইয়া, ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা রূহুল আমীন খাঁন, নির্বাহী সদস্য মাওলানা সামীউর রহমান মুসা সহ অন্যান্য নেতৃবৃন্দ।